ভারতে হামলার ছক কষছে জাকির নায়েকের সাথে যুক্ত মালয়েশিয়ার জঙ্গি সংগঠন

বাংল হান্ট ডেস্কঃ ভারতীয় গোয়েন্দা সংস্থা মালয়েশিয়ার (Malaysia) এক রোহিঙ্গা জঙ্গি সংগঠনের ষড়যন্ত্রের মুখোশ খুলেছে। এই সংগঠন ভারতে (India) হামলার সুযোগ খুঁজছে। গোয়েন্দা সংস্থা দ্বারা পাওয়া ইনপুট অনুযায়ী, ভারতে হামলার জন্য এই জঙ্গি সংগঠন কোনও মহিলার ব্যবহার করতে পারে। এজেন্সি কিছু আর্থিক লেনদেনের খোঁজ পেয়েছে, যেটির সম্পর্ক নিষিদ্ধ ইসলামিক প্রচারক জাকির নায়েকের (Zakir Naik) সাথে যুক্ত। রাজ্যগুলোকে পাঠানো সতর্ক বার্তায় বলা হয়েছে যে, এই জঙ্গিরা অয্যোধ্যা, বুদ্ধগয়া, পাঞ্জাব আর শ্রীনগরে হামলা করতে পারে।

গোয়েন্দা সংস্থার কাছে আসা তথ্য অনুযায়ী, মায়ানমারে প্রশিক্ষিত এক মহিলার নেতৃত্বাধীন সংগঠন কয়েক সপ্তাহের মধ্যে ভারতের শহরে হামলা করতে পারে। শুক্রবার গোয়েন্দা সংস্থা দিল্লী, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গের পুলিশ আর রাজ্যের গোয়েন্দা বিভাগকে অ্যালার্ট করে দিয়েছে।

একটি রিপোর্ট অনুযায়ী, কয়েক লক্ষ ডলারের লেনদের খবর পাওয়া গিয়েছে। এই লেনদেনের লিঙ্ক বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েক আর কুয়ালালামপুরের রোহিঙ্গা নেতা মোহম্মদ নাসিরের সাথে যুক্ত। রিপোর্টে বলা হয়েছে যে, চেন্নাইয়ের সন্দেহভাজন হাওয়ালা ডিলার এই ফান্ডের এক অংশ পেয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর