ভাড়া বৃদ্ধি ভোটের সময়! বেসরকারি গাড়ি নিলে কত টাকা দেওয়া হবে, স্পষ্ট করল রাজ্য সরকার

বাংলাহান্ট ডেস্ক : দুয়ারে লোকসভা নির্বাচন। এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও অনুমান করা হচ্ছে চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কারণ, ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখে গেছে নির্বাচন কমিশনের একটি দল। এই আবহে ভোটের গাড়ি ভাড়া নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

কোন গাড়ির কত টাকা ভাড়া পড়বে তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্বাচনের কাজের জন্য প্রচুর গাড়ি লাগে। যার জন্য ভাড়া নেওয়া হয় বাস-সহ যাত্রিবাহী গাড়িগুলিকে। সেই তালিকায় থাকে লঞ্চও। এবার নির্বাচনের কাজে যদি এইসব গাড়ি বা লঞ্চ ভাড়া নেওয়া হয় তাহলে তার মালিকরা কত টাকা করে পাবেন?

আরোও পড়ুন : ৮০০০ বছরের পুরনো, মিলল বিশ্বের প্রাচীনতম রুটির হদিশ, তুরস্কে বড় খোঁজ প্রত্নতাত্ত্বিকদের

তা স্থির করে দিল রাজ্য সরকার। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ভাড়া অবশ্য দেয় নির্বাচন কমিশন। সূত্রের খবরে জানা গিয়েছে, গত বারের নির্বাচনের তুলনায় এ বারে ভোটে গাড়ি ভাড়া ১০ শতাংশ বৃদ্ধি হতে চলেছে। পাশাপাশি ২৫ শতাংশ খোরাকিও বৃদ্ধি করা হয়েছে গাড়ির সঙ্গে থাকা চালক এবং খালাসিদের জন্য। এ বার দিনপিছু সাধারণ বাসের ভাড়া রাখা হয়েছে ২৫৩০ টাকা।

আরোও পড়ুন : হোম সেন্টার নাকি বাইরের স্কুল? কী হবে সেমিস্টার সিস্টেমের উচ্চমাধ্যমিকে? পড়ুয়াদের জন্য বড় খবর

মিনি বাসের ক্ষেত্রে ভাড়া ধার্য করা হয়েছে ২০৯০ টাকা। এ ছাড়াও ছোট যাত্রিবাহী গাড়ি অর্থাৎ চালক-সহ সাত জন যাত্রী চড়ে সেই গাড়ির ভাড়া রাখা হয়েছে ৮৯০ টাকা। জানা গিয়েছে, এ বছর নির্বাচনে ছোট, বড় ‘ম্যাক্সি ক্যাব’ ভাড়া নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ছোট ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া রাখা হয়েছে ১৩১০ টাকা এবং বড় ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া রাখা হয়েছে ১৫৬০ টাকা।

vote bus

এই গাড়িগুলি ছাড়াও এবারের নির্বাচনে অনেক ভারী গাড়িও ব্যবহার করা হবে। যেমন-ট্র্যাক্টর, অটো, ই-অটোও থাকবে নির্বাচনের কাজে। এইসব যানের জন্য ভাড়া ঠিক করে ফেলেছে রাজ্য সরকার। ট্র্যাক্টর জন্য ১৩২০ টাকা, অটোর জন্য ৫০০ টাকা, ই-অটোর জন্য ৭৭০ টাকা ধার্য করা হয়েছে। শুধু তাই নয়, নন এসি গাড়ি পাশাপাশি কিছু এসি গাড়িও ভাড়া করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর