‘পাকিস্তানের দুর্দশা নিয়ে মজা করছে ভারতের সংবাদমাধ্যম!’, বিস্ফোরক দাবি ইমরান খানের

বাংলা হান্ট ডেস্ক : খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। আর এই দুরাবস্থা নিয়েই মজা করছে ভারতের সংবাদমাধ্যমগুলি। এমনই অভিযোগ করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তানকে (Pakistan) মৃতপ্রায় রাষ্ট্র ঘোষণা করতে চাইছে ভারতীয় সংবাদমাধ্যম।

কয়েকদিন আগেই তোষাখানা কাণ্ডে জড়িয়ে যান ইমরান। যে কোনও মুহুর্তেই গ্রেফতার হতে পারতেন। অনেক কাঠ-খড় পুড়িয়ে তবে গ্রেফতারি এড়িয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। এই অবস্থায় তাঁর দল পিটিটিআই সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। আর সেই বার্তাতেই ভারতের সংবাদমাধ্যমকে (Indian Media) তোপ দাগেন বিঁধেছেন ইমরান।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘হিন্দুস্তানের টিভি চ্যানেলগুলিতে দেখুন, কীভাবে পাকিস্তানকে নিয়ে মজা করছে। খুব খুশি হয়ে ওরা ঘোষণা করে দিচ্ছে যে পাকিস্তানের অর্থনীতি একেবারে শেষ হয়ে গিয়েছে। এমনকি ভারতীয় নেতারাও দাবি করছেন যে পাকিস্তান আর নিজে দেশ চালাতে পারবে না, ভারতের সঙ্গে মিশে যাবে।’

https://twitter.com/sidhant/status/1634582324208865282?t=TZ08RYph_Awxm4cTwVR0VA&s=08

ইমরান আরও দাবি করেন, পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় থেকেই ভারতীয় নেতারা চেয়ে এসেছেন পাক ভূখণ্ড যেন ভারতের সঙ্গে মিশে যায়। কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবেই পাকিস্তানের জন্ম হয়েছিল। চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যেও সেনার জন্য বরাদ্দ কমায়নি পাকিস্তান। আমরা নিজেরা না খেয়ে সেনাকে শক্তিশালী করতে চেয়েছি। তারাই বিদেশি শক্তির হাত থেকে পাকিস্তানকে রক্ষা করেছে।’

তবে পাকিস্তানের প্রশংসা করেও শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকারকে নিশানা করতে ভোলেননি ইমরান। কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে আইনের শাসন থাকবে, এই উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছিল পাকিস্তান রাষ্ট্র। সবকিছুই পেয়েছে আমাদের দেশ, শুধু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর