ব্রিটেনকে হারিয়ে ৪৯ বছর বাদে অলিম্পিকে হকির সেমিফাইনাল ভারত, হবে কি টোকিওতে ‘চক দে ইন্ডিয়া’

বাংলা হান্ট ডেস্কঃ ১৯৮০ সালে শেষবার অলিম্পিক পদক জয় করেছিল ভারতীয় দল। যদিও সেবার মাত্র ৬ টি দল অংশগ্রহণ করায় কোন সেমিফাইনাল খেলতে হয়নি ভারতকে। হকির সেমিফাইনালে ভারত শেষবার পা রেখেছিল ১৯৭২ সালে অর্থাৎ প্রায় ৪৯ বছর পর আজ ফের একবার ঐতিহাসিক মুহূর্ত ফিরল ভারতীয় হকিতে। গ্রুপ স্টেজে শুরুটা এবার ভালই করেছিল ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে পরাজিত হবার পর ভেঙে পড়েছিল অনেকের স্বপ্নই। কিন্তু এরপর গ্রুপ স্টেজে ফের ঘুরে দাঁড়ায় ভারত। আর্জেন্টিনাকে ৩-১ এবং জাপানকে ৫-৩ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তারা।

বলাই যায় কোয়ার্টার-ফাইনালে ফের একবার আজ “চক দে ইন্ডিয়া”। গ্রেট ব্রিটেনকে প্রথম থেকেই আজ চেপে রেখেছিল ভারতীয় দল, প্রথম ৭ মিনিটের মাথাতেই অসাধারণ দলগত আক্রমণের মাধ্যমে গোল করে এগিয়ে দেন দিলপ্রীত সিংহ। গোল আসে দ্বিতীয় কোয়ার্টারেও, ব্রিটেনের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন গুরজন্ত সিংহ। তৃতীয় কোয়ার্টারে স্যাম ওয়ার্ডেনের গোলে ব্যবধান কমিয়েছিল ব্রিটেন, তবে তাদের ম্যাচে ফেরার আশায় কার্যত জল ঢেলে দেন হার্দিক সিংহ। চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে ফের একবার বল জালে জড়িয়ে দেন তিনি।

যদিও মরিয়া ভাবেই প্রচুর আক্রমণ চালিয়েছিল ব্রিটেন। প্রশংসা করতে হবে গোলকিপার পি আর শ্রীজেশেরও। কার্যত আজ গোল বক্সের সামনে অভেদ্য দেওয়াল তৈরি করেছিলেন তিনি। যার জেরে কার্যকরী হতে পারেনি ব্রিটেনের কোন আক্রমণই। ফলে শেষ পর্যন্ত ৩-১ ফলাফলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল অলিম্পিকে এর আগেও আটটি পদক জিতেছে ভারতীয় হকি টিম।

IMG 20210801 205036

অবশ্য ১৯৭২ সালে সেমি ফাইনালে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। সেবার সামনে ছিল পাকিস্তান। ২-০ বলে ভারতকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছিল তারা। আজকের ম্যাচ মিলিয়ে মোট নবার গ্রেট ব্রিটেনের মুখোমুখি হয়েছিল ভারত। আজকের জয়ের ফলে মোট পাঁচবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জয়লাভ করলো তারা। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। ২০১৯ সালেই বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামকে তাদের মাঠে পরাজিত করেছিল ভারতীয় দল। এখন নিশ্চিত পদক থেকে মাত্র এক ধাপ দূরে মনপ্রীতরা। এবার বেলজিয়ামের বিরুদ্ধে কেমন খেলে তারা সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর