তেজে’র সামনে এবার কাঁপবে বাংলা! পুজোর মুখেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, সতর্কতা IMD’র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ তৃতীয়া। অফিসিয়ালি পুজোর শুরু না হলেও কলকাতার একাধিক মন্ডপে দেখা যাচ্ছে জনজোয়ার। ষষ্ঠীর আগে থেকেই এখন আন-অফিসিয়ালি শুরু হয়ে যায় পুজো। ভিড় এড়াতে অনেকেই মহালয়া থেকেই প্যান্ডেল হপিং শুরু করে দেন। গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে পুজোর এই কটা দিনের জন্যই।

সারা বছরের ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে ৮ থেকে ৮০ সবাই গা ভাসিয়ে দেন পুজোর আনন্দে। কিন্তু এই মুহূর্তে অনেকেরই প্রশ্ন পুজোর কটা দিন কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে আপডেট দিল তাতে কিন্তু মন খারাপ হয়ে যেতে পারে দর্শনার্থীদের। পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে।

আরোও পড়ুন: দেবীরূপে পূজিত হবে মুসলিম কন্যা নাসিফা! ৮ বছরের বালিকাকে নিয়েই বিশেষ বার্তা নিউটাউনের ক্লাবের

তাই বর্ষার ভ্রুকুটি না থাকলেও অনেকেই আশঙ্কা করছিলেন নিম্নচাপের। আইএমডি (India Meteorological Department) সর্তকতা জারি করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পুজোর কয়েকটা দিন। হাওয়া অফিস বলছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আরব সাগরে। এটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আরোও পড়ুন: পুজোতে বসে বসে হবে আয়, মদের দোকানের লাইসেন্স দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এভাবে করুন আবেদন

আবহাওয়া দপ্তর ভবিষ্যৎবাণী করেছে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন সৃষ্টি হচ্ছে আরব সাগরের দক্ষিণ-পূর্ব অংশে। এর থেকে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তার নাম হবে ‘তেজ।’ আরব সাগরের দক্ষিণ-মধ্যাঞ্চলে অগ্রসর হয়ে আগামী ৭২ ঘন্টার মধ্যে এটি অগ্রসর হয়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।

cyclone

এর প্রভাব বাংলায় কতটা পড়বে সেই ব্যাপারে কিছু জানা না গেলেও হাওয়া অফিস জানাচ্ছে, উড়িষ্যায় দুর্গাপুজোর সময় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে জম্মু-কাশ্মীরের উপর। একই সাথে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাঞ্জাবের উপর। এই কারণে বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক রাজ্যে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X