বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যে আসছেন একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। এই আবহে কলকাতা (Kolkata) একাধিক জায়গায় এল হুমকি ইমেল। নাশকতার হুমকি দিয়ে রাজভবনে ইমেল (Raj Bhavan Threat Mail) পাঠানো হয়েছে বলে খবর। সেই সঙ্গেই ভারতীয় জাদুঘর (Indian Museum Threat Mail) সহ কলকাতার আরও বেশ কিছু জায়গায় নাশকতার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে লালবাজার।
মঙ্গলবার দুপুরে প্রায় একই সময় নাগাদ কলকাতা জাদুঘর (Indian Museum), রাজভবন (Raj Bhavan) সহ কলকাতার আরও বেশ কিছু সরকারি-বেসরকারি দফতরে হুমকি ইমেল আসে। সেই ইমেলে দাবি করা হয়েছে, জাদুঘর এবং রাজভবনের একাধিক জায়গায় বোমা রয়েছে। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে যায়।
এদিকে নাশকতার হুমকি পেতেই সক্রিয় হয়ে যায় কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সকল জায়গা। সেই সঙ্গেই নাশকতার হুমকি আসা রাজভবন এবং জাদুঘরে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুনঃ ৭৫০০ দেওয়ার কথা, দিচ্ছে মাত্র ১০০০! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কারচুপি সরকারের? ভোটের মাঝেই ফাঁস
জানা যাচ্ছে, কোন ইমেল আইডি থেকে হুমকি মেল এসেছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। হাওড়ার একটি সরকারি দফতরেও এমন একটি হুমকি মেল এসেছে বলে খবর। প্রত্যেকটি জায়গায় একই ইমেল আইডি থেকে এই হুমকি মেলগুলি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এর নেপথ্যে কারা রয়েছে তা জানতে IP অ্যাড্রেস বের করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এই প্রথম নয়, দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরেও একই রকম হুমকি ইমেল এসেছিল। সেখানে দাবি করা হয়েছিল, বিমানবন্দরের নানান জায়গায় বিস্ফোরক লুকনো রয়েছে। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে যায়। এই হুমকি বার্তা আসার পর বিমানবন্দরের নানান জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়।