বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই চর্চার ছিল কেন্দ্রের দুই নয়া প্রকল্প CAA এবং NRC। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই দেশজুড়ে জারি হয়ে গেল CAA। আর সেই CAA নিয়েই বড় বার্তা দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাত (All India Muslim Jamaat) সংগঠনের প্রধান মৌলানা মুফতি সাহাবুদ্দিন রজভি বারেলভি (Maulana Shahabuddin Razvi Bareilvi)।
যেদিন থেকে NRC এবং CAA-র প্রসঙ্গ উত্থাপন হয়েছে সেদিন থেকেই চলছে রাজনৈতিক চাপানউতোর। স্বাভাবিকভাবেই বিরোধীরাও কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে এর বিরোধিতা করতে। ইতিমধ্যেই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভ দেখাচ্ছে দেশের ছোট বড় একাধিক মুসলিম সংগঠনও। সম্প্রতি তাদের উদ্দেশ্যেই একটি বিশেষ বার্তা দিয়েছেন মৌলানা মুফতি সাহাবুদ্দিন রজভি বারেলভি।
এইদিন CAA অর্থাৎ নাগরিকত্ব (সংশোধনী) আইনকে স্বাগত জানিয়ে অল ইন্ডিয়া মুসলিম জামাত সংগঠনের প্রধান বলেন, ‘এই আইন অনেক আগেই কার্যকর করা উচিত ছিল ভারত সরকারের। কিন্তু সত্যিটা না বুঝে কিছু মানুষের তীব্র বিরোধিতায় তা সম্ভব হয়নি। অবশেষে তা কার্যকর হয়েছে। সব মুসলিমদের উচিত এই আইনকে সমর্থন করা।’
আরও পড়ুন : প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা! রাজস্থানের জয়সলমেরে ভেঙে পড়ল তেজস যুদ্ধ বিমান
স্পষ্ট ভাষাতেই তিনি বলেছেন, এই আইনের সাথে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কোনও সম্পর্ক নেই। এই আইন মূলত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন বাঁচানোর জন্য আনা হয়েছে। তার মতে, CAA নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল বোঝানো হয়েছে। নিজেদের কেরিয়ার গোছাতে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : ভোট আসতেই বিপুল চাকরির ঘোষণা! বড় প্রতিশ্রুতি মমতার, কারা পাবেন কাজ?
যদিও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসির গলায় অন্য সুর। কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, সিএএ আইন মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে তুলবে। এমনকি তিনি এটাও দাবি করেছেন যে, CAA গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে প্রতিবাদের হুমকিও দিয়েছেন তিনি। যদিও কেন্দ্র আপাতত এইসব হুঁশিয়ারিকে তোয়াক্কা করছেনা। CAA লাগু হওয়ার পর আমি জনতার মনে যে প্রশ্ন উঁকি দিচ্ছে তা হল, তবে NRC ও আসন্ন?