বাংলা হান্ট ডেস্ক : ২০২৪ সাল যেন অগ্নিপরীক্ষার বছর। আসন্ন লোকসভা নির্বাচন। আর তার আগে ঝড় উঠছে একাধিক রাজ্যে। সম্প্রতি মহারাষ্ট্রে (Maharashtra) বড়সড় ভাঙনের স্বীকার শরদ পাওয়ারের এনসিপি (Nationalist Congress Party)। ভাইপো অজিত পাওয়ার (Ajit Pawar) যোগ দিয়েছেন বিজেপিতে (Bharatiya Janata Party)। যোগ দান করেই পেয়ে গেছেন উপমুখ্যমন্ত্রীর পদ। সঙ্গে সঙ্গেই বদলে গেছে জাতীয় রাজনীতির সমীকরণ।
উদ্ধবের শিবসেনা, কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি মিলে যৌথ ভাবে বিজেপিকে যে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ। এমনকি এই ঢেউ-র জেরে পিছিয়ে গেছে বিরোধী জোটের বৈঠকও। এর পরই প্রশ্ন উঠতে শুরু হয়েছে মহারাষ্ট্রের পর এবার বিজেপির নিশানায় কোন রাজ্য?
কংগ্রেস শাসিত যে কটি রাজ্য ভারতে রয়েছে তাদের মধ্যে সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছে রাজস্থান (Rajasthan)। অশোক গেহলোট ও শচীন পাইলটের দ্বন্দ্ব এখন সর্বজন বিদিত। এর উপর আর কিছু দিন পরই বেজে যাবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দামামা। আর কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের এই সুযোগ নিতে কোনও ভাবেই ভুল করবে না বিজেপি। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
রাজস্থান নিয়ে অত্যন্ত সতর্ক কংগ্রেস। মরুরাজ্যে রাজত্বের রাশ কোনও ভাবেই আলগা হতে দিতে চায় না হাত শিবির। মহুর্মুহ মিটিং, কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা লেগেই রয়েছে রাজস্থানের কংগ্রেস ভবনে। আর এদিকে প্রতিরক্ষায় ফাঁক খুজছে বিজেপি। পাইলট – গেহলোটের দ্বন্দ্বের মধ্যে নিজেদের কাজ হাসিল করতে চায় পদ্ম শিবির। এমনই মত ওয়াকিবহাল মহলের।
মহারাষ্ট্রের মতই হাল হবে রাজস্থানেরও। এই আতঙ্কে ঘুম উড়েছে কংগ্রেস হাই কমিশনের। মহারাষ্ট্রে ‘বিধায়ক কেনা বেচার’ রাজনীতির অভিযোগ প্রকাশ্যে আসে। রাজস্থানেও না সেই অবস্থার সৃষ্টি, তাই সদা সতর্ক কংগ্রেস। নিজের দলের বিধায়কদের রীতিমতো পাহাড়া দিয়ে রাখছে হাত শিবির।
প্রসঙ্গত, ২০২০ সালে গগেহলোট সরকারের বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ চালাতে গিয়ে ‘ব্যর্থ’ হয়েছিলেন পাইলট। সে সময় তাঁর অনুগামী ১৯ জন বিধায়ককে নিয়ে দিল্লির কাছে একটি রিসর্টে গিয়ে ওঠেন তিনি। মুখ্যমন্ত্রী পদপ্রত্যাশী পাইলটের এই পদক্ষেপে কংগ্রেসের অন্দরে আশঙ্কা তৈরি হয় যে, বিজেপির সহায়তায় তিনিও রাজস্থানে কংগ্রেস সরকার ফেলে দিতে পারেন। তবে কিছু দিন পরেই বিদ্রোহে ইতি টানেন রাজেশ পাইলটের পুত্র। অবশ্য সেই বিদ্রোহে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং উপমুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়েছিল তাঁকে।