বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র একটা দিনের অপেক্ষা। ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপনের মুখে দাঁড়িয়ে আমরা। আসমুদ্রহিমাচল পতাকা উত্তোলন হবে। সারা দেশজুড়ে বাজবে দেশাত্মবোধক গান, এবং সেইসাথে স্মরণ করা হবে বীর স্বাধীনতা সংগ্রামীদের। লাল কেল্লায় তেরঙ্গা (Teranga) উত্তোলন করা হবে এইদিন। তবে আমাদের স্বাধীনতা দিবস এবং আমাদের জাতীয় পতাকার (National Flag) পেছনেও কিন্তু অনেক ইতিহাস রয়েছে। দেখুন তো আপনি জাতীয় পতাকা সম্পর্কে কতটা জানেন?
প্রশ্নঃ প্রথম কোথায় তেরঙ্গা উত্তোলন করা হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের কলকাতার পার্সিবাগান স্কোয়ারে প্রথম তেরঙ্গা উত্তোলন করা হয়।
প্রশ্নঃ কোন তারিখে প্রথম তেরঙ্গা উত্তোলন করা হয়?
উত্তর: ১৯০৬ সালের ৭ আগস্ট প্রথমবারের জন্য দেশের জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করা হয়।
প্রশ্নঃ জাতীয় পতাকায় থাকা চক্রের রঙ কি?
উত্তর: জাতীয় পতাকার মধ্যে অবস্থিত চক্রের রঙ নীল।
প্রশ্ন: তেরঙ্গার উপরে থাকা গেরুয়া রঙ কীসের প্রতীক?
উত্তর: তেরঙ্গার এই গেরুয়া রঙ আসলে ত্যাগের প্রতীক।
প্রশ্ন: তেরঙ্গার মাঝে থাকা সাদা রঙ কীসের প্রতীক?
উত্তর: তেরঙ্গার মাঝে থাকে সাদা রঙ। এই রঙ শান্তির প্রতীক।
প্রশ্ন: তেরঙ্গার একদম নিচে থাকা সবুজ রঙ কীসের প্রতীক?
উত্তর: তেরঙ্গার একদম নিচে থাকে সবুজ রঙ। এই রঙ মূলত কর্মশক্তি ও আশার প্রতীক।
প্রশ্নঃ তেরঙ্গার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর: ৩:২ অনুপাতে তৈরি হয় ভারতের তেরঙ্গার।
প্রশ্নঃ তেরঙ্গার উপর তৈরি অশোক চক্রে কয়টি লম্বা দাগ আছে?
উত্তরঃ মোট ২৪ টি লম্বা দাগ দিয়ে তৈরি হয় অশোক চক্র।
প্রশ্ন: তেরঙ্গার সবার উপরের রঙটি কী?
উত্তরঃ তেরঙ্গার সবার উপরে থাকা রঙ হল গেরুয়া।
প্রশ্ন: ১৫ই আগস্ট কে লাল কেল্লায় তেরঙ্গা উত্তোলন করে থাকেন?
উত্তর: দেশের প্রধানমন্ত্রী এই বিশেষ কাজের জন্য ব্রতী থাকেন।
প্রশ্নঃ তেরঙ্গার নকশা কে তৈরি করেছিলেন?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন।