বাংলাহান্ট ডেস্ক: কলকাতার গার্ডেন রিচ অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড (জিআরএসই) আরও একটি অত্যাধুনিক রণতরী ভারতীয় নৌসেনার (Indian Navy) হাতে তুলে দিল। ‘অঞ্জদীপ’ নামের এই জাহাজটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট শ্রেণির অন্তর্ভুক্ত। চেন্নাই পোর্ট ট্রাস্টে আনুষ্ঠানিকভাবে রণতরীটি নৌসেনার হাতে হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠানে ভারতীয় নৌসেনার তরফে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়া। চলতি বছরে এটি গার্ডেন রিচের তৈরি চতুর্থ রণতরী, যা নৌসেনার বহরে যুক্ত হল।
ভারতীয় নৌসেনার (Indian Navy) হাতে এলো অত্যাধুনিক রণতরী অঞ্জদীপ
এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফটগুলি গার্ডেন রিচ এবং এল অ্যান্ড টি শিপইয়ার্ডের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। প্রতিটি জাহাজের দৈর্ঘ্য প্রায় ৭৭ মিটার এবং উপকূলবর্তী অগভীর জলরাশিতে শত্রু সাবমেরিন শনাক্ত ও প্রতিহত করার জন্য এগুলি বিশেষভাবে নকশা করা হয়েছে। ‘অঞ্জদীপ’ নামটি রাখা হয়েছে কর্ণাটকের কারওয়ার উপকূলের অদূরে অবস্থিত অঞ্জদীপ দ্বীপের নামে। উল্লেখযোগ্যভাবে, ২০০৩ সাল পর্যন্ত ভারতীয় নৌসেনার (Indian Navy) পেটায়া ক্লাসের একটি করভেটও একই নামে পরিচিত ছিল।
আরও পড়ুন:ভারতকে ত্রিমুখী হামলার হুমকি পাক যুবনেতার, বাংলাদেশে সামরিক ঘাঁটির প্রস্তাব ঘিরে চাঞ্চল্য
এর আগে এই সিরিজের অধীনে ‘অর্ণলা’ এবং ‘আনদ্রথ’ নামে দুটি রণতরী নৌসেনার হাতে তুলে দিয়েছে গার্ডেন রিচ। গত সেপ্টেম্বর মাসেই ‘আনদ্রথ’ হস্তান্তর করা হয়েছিল। পাশাপাশি চলতি বছরই অ্যাডভান্স গাইডেড মিসাইল ফ্রিগেট ‘হিমগিরি’ও নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে রণতরী হস্তান্তরের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে গার্ডেন রিচের ভূমিকা আরও একবার স্পষ্ট হল।
জিআরএসই সূত্রে জানা গিয়েছে, ‘অঞ্জদীপ’ রণতরী তৈরিতে প্রায় ৮৮ শতাংশ উপকরণ ও সামগ্রী দেশীয়। জাহাজটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত থাকবে। এই মুহূর্তে গার্ডেন রিচের হাতে মোট ১২টি যুদ্ধজাহাজ নির্মাণের দায়িত্ব রয়েছে। এর মধ্যে রয়েছে দুটি পি-১৭এ সিরিজের জাহাজ, পাঁচটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট, একটি সার্ভে ভেসেল এবং চারটি নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেল।

আরও পড়ুন:নিজের নাম ‘অমর’ করে রাখার চেষ্টা! এবার নিজের নামে নামকরণ করলেন ১০০ গুণ শক্তিশালী রণতরীর
এছাড়াও জার্মান সংস্থার জন্য একাধিক মাল্টিপারপাস ভেসেল নির্মাণ করছে গার্ডেন রিচ। এখনও পর্যন্ত সংস্থাটি ভারতীয় নৌসেনার হাতে ৭৭টি রণতরী তুলে দিয়েছে এবং মোট ১১৫টি জাহাজ নির্মাণ করেছে। সম্প্রতি ভারতীয় জলসীমায় বাংলাদেশি নৌসেনার একটি জাহাজের সঙ্গে মৎস্যজীবীদের বোটের সংঘর্ষ ঘিরে ভারত-বাংলাদেশ উত্তেজনার আবহে এই নতুন রণতরী হস্তান্তর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।












