বাংলা হান্ট ডেস্ক : ফের জলদস্যুদের (Pirates) হাত থেকে জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌ সেনা (Indian Navy)। টানা ১২ ঘন্টার ধুন্ধুমার অভিযানের পর সোমালি জলদস্যুদের হারিয়ে উদ্ধার হল ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা ‘আল-কাম্বার ৭৮৬’। ঐ জাহাজে ২৩ জন পাকিস্তানি কর্মীও আটক ছিল বলে খবর। আপাতত জাহাজটিকে খতিয়ে দেখতে শুরু করেছে বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, সাগরের বুকে জলদস্যুদের দাপাদাপি কমাতে বদ্ধপরিকর ভারতীয় নৌ সেনা। বিগত কয়েকদিনে এমন বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজকে উদ্ধার করেছে ভারতীয় নৌ বাহিনী। এইদিন নৌসেনার এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে আরব সাগরের সোকাত্রা থেকে এই জলদস্যুরা জাহাজটিতে ওঠেন। তাদের সাথে অস্ত্রসস্ত্রও ছিল বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : IPL-র নিয়ম ভেঙেছে রাজস্থান! ম্যাচ চলাকালীনই তেলেবেগুনে জ্বলে উঠলেন সৌরভ, নালিশ পন্টিংয়ের
অপহরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৌসেনার টহলদারি জাহাজ ‘আইএনএস সুমেধা’। শুক্রবার সকাল সকাল পৌঁছে যায় যুদ্ধাজাহাজ ‘আইএনএস ত্রিশূল’। প্রায় ১২ ঘন্টা ধরে চলে ধুন্ধুমার যুদ্ধ। এবং অবশেষে নতি স্বীকার করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ জন পাকিস্তানি নাগরিককেও উদ্ধার করে আনে ভারতীয় নৌসেনা। নৌসেনার এই কর্মকাণ্ডে বিশ্বজুড়ে ভারতের জয়জয়কার।
আরও পড়ুন : দ্রুত সেরে নিন জরুরি কাজ, গোটা এপ্রিল জুড়ে রয়েছে একাধিক ছুটি! ঝটপট দেখুন তালিকা
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই জলদস্যুদের দাপাদাপি বেড়েছে। একাধিকবার একাধিক জাহাজ হাইজ্যাক করেছে সোমালিয়ার জলদস্যুরা। যে কারণে রীতিমত শেষ হতে বসেছিল সমুদ্রবাণিজ্য। এর আগে মাল্টার পণ্যবাহী জাহাজকেও হাইজ্যাক করেছিল জলদস্যুরা। সেবার প্রায় ৪০ ঘন্টার অভিযান চালিয়ে জাহাজটিকে উদ্ধার করে ভারতীয় নৌসেনা।