পাকিস্তানিদের জন্য ফের দেবদূত হয়ে উঠল ভারতীয় নৌসেনা! জরুরি বার্তা পেয়েই বাঁচাল জীবন

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি মহতী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল ভারতীয় নৌসেনা (Indian Navy)। শুধু তাই নয়, রীতিমতো দেবদূত হয়ে বিপদে পড়া পাকিস্তানিদের জীবন বাঁচিয়েছে তারা। ইরানি নৌকায় থাকা পাকিস্তানিরা উদ্ধারের জন্য অনুরোধ করেছিল। নৌবাহিনীর INS সুমেধা দ্রুত জরুরি বার্তায় সাড়া দেয় এবং চিকিৎসা সহায়তা প্রদান করে ইরানি বোট আল রহমানিতে থাকা পাকিস্তানি ক্রু সদস্যের জীবন রক্ষা করে।

জানিয়ে রাখি যে, নৌবাহিনী এর আগে গত মার্চ মাসে আরব সাগরে ইরানি জাহাজ আল-কাম্বার ছিনতাইকারী ৯ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। এর পাশাপাশি, সেখান থেকে ২৩ জন পাকিস্তানিকে উদ্ধার করে।

এদিকে, সাম্প্রতিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর মুখপাত্র দ্বারা “এক্স” মাধ্যমে একটি পোস্ট করা হয়। যেখানে বলা হয়, “জরুরি বার্তার পরেই আরব সাগরে মোতায়েন থাকা যুদ্ধজাহাজ INS সুমেধা ৩০ এপ্রিল ইরানি মাছ ধরার নৌকা আল রাহমানিকে আটকায়। জাহাজের বোর্ডিং দল এবং চিকিৎসার বিশেষজ্ঞরা নৌকায় ওঠেন এবং নৌকার ২০ সদস্যের পাকিস্তানি ক্রু-দের একজন সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করে তাঁর জীবন রক্ষা করেন। তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চিকিৎসার পর তিনি এখন স্বস্তি বোধ করছেন।

আরও পড়ুন: ভোটের আগেই পুঞ্চে বিমান বাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলা! আহত একাধিক সেনা, চলছে তল্লাশি অভিযান

সঙ্কটাপন্ন তেলের ট্যাঙ্কার থামানো হয়: এদিকে, নৌবাহিনীর জাহাজ INS কোচি গত ২৮ এপ্রিল বিপর্যস্ত পানামা-পতাকাবাহী অপরিশোধিত তেলের ট্যাঙ্কার এমভি অ্যান্ড্রোমিডা স্টার পিএম-কে থামায় এবং নৌবাহিনীর হেলিকপ্টারগুলি পরিস্থিতি মূল্যায়নের জন্য আকাশপথে পর্যবেক্ষণ পরিচালনা করে।

আরও পড়ুন: পেঁয়াজ নিয়ে বড় স্বস্তি দিল সরকার! নেওয়া হল বিরাট পদক্ষেপ, জারি সার্কুলার

এর পাশাপাশি, একটি এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল (ইওডি) দল ঝুঁকি মূল্যায়নের জন্য ওই সঙ্কটাপন্ন ট্যাঙ্কারে মোতায়েন করা হয়। মোট ৩০ জন ক্রু মেম্বার (২২ জন ভারতীয় নাগরিক সহ) নিরাপদে ছিলেন। এখন ট্যাঙ্কারটি তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর