গান্ধীজির আগে কার ছবি থাকত ভারতের টাকায়? সিংহভাগ মানুষই জানেন না এই উত্তর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হাস্যজ্বল চশমা পরিহিত গান্ধীজির ছবি বলা যেতে পারে ভারতীয় নোটের ট্রেডমার্ক। বহু বছর ধরেই ভারতীয় টাকায় (Indian Note) ব্যবহৃত হয়ে আসছে মহাত্মা গান্ধীর এই ছবি। দেশের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অবদান সকলেরই জানা। যুদ্ধ নয়, শান্তির পথ বেছে নিয়ে গান্ধীজি চেয়েছিলেন নিজেদের অধিকার ছিনিয়ে নিতে।

ভারতীয় নোটের (Indian Note) বিবর্তন

হিন্দু-মুসলিম-শিখ-পারসিক, সর্ব ধর্মের মধ্যে একতার বীজ বপন করেছিলেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)। জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আজও শোভা পায় প্রত্যেকটি ভারতীয় নোটে। তবে বলতে পারবেন মহাত্মা গান্ধীর আগে ভারতীয় নোটে কার ছবি ব্যবহার করা হত? এই উত্তর কিন্তু অনেকেরই অজানা।

Indian Note

ব্রিটিশ যুগের অবসানের পর ১৯৪৯ সালে ভারত সরকার প্রথম নতুন ডিজাইনের নোট বাজারে আনে। সেই নোটে ছিল অশোক স্তম্ভের ছবি। রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) ১৯৬৯ সালে প্রথমবারের মতো মহাত্মা গান্ধীর ছবি মুদ্রণ করে নোটে। সেবাগ্রাম আশ্রমের সামনে বসে রয়েছেন গান্ধীজি, এটিই ছিল ভারতীয় মুদ্রায় গান্ধীজীর প্রথম মুদ্রিত ছবি।

আরোও পড়ুন : ‘আমার..,’ প্যারোলে মুক্তি পেয়ে এই প্রথম মুখ খুললেন নিয়োগ দুর্নীতির অর্পিতা মুখোপাধ্যায়

১৯৮৭ সালে প্রথমবার গান্ধীজীর হাস্যজ্জল মুখের ছবি মুদ্রিত করা হয় ভারতীয় নোটে। তারপর থেকে প্রতিটি ভারতীয় নোটে (Indian Note) ছাপা হয়ে আসছে গান্ধীজীর হাস্যজ্জল মুখের ছবি। ইংরেজ আমলে মহাত্মা গান্ধীর আগে ভারতীয় নোটে থাকত গ্রেট ব্রিটেনের কিং জর্জ ষষ্ঠের (George VI) ছবি।

স্বাধীনতা লাভের পর ভারত সরকার সিদ্ধান্ত নেয় মুদ্রা থেকে ব্রিটেনের রাজা-রানীর ছবি বাদ দেওয়ার। যদিও সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে লেগে যায় একটা দীর্ঘ সময়। তখন ভারতীয় নোটে ব্যবহার করা হত সারনাথের সিংহ স্তম্ভের ছবি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X