এই মুহূর্তে দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তবে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য যেদিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাড়া দেশে লকডাউন ঘোষণা করেছেন সেই দিন থেকে ভারতীয় সেলিব্রেটিরা নানা ভাবে সাধারণ মানুষ কে সচেতন করে চলেছেন। সরকারের দেওয়া সমস্ত নিয়মকানুন মেনে চলুন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসুন এই ভাবে ভক্তদের সচেতন করেছেন ভারতীয় সেলেবরা।
এবার করোনার বিরুদ্ধে লড়াই করতে সরাসরি মাঠে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করলেন এই ভারতীয় ব্যাটসম্যান। দেশের এই কঠিন সময়ে দেশের সরকারের পাশে দাঁড়িয়ে সব মিলিয়ে মোট 80 লক্ষ টাকা অনুদান দিলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। PM CARES ফান্ডে 45 লক্ষ টাকা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 25 লক্ষ, Feeding India তে পাঁচ লক্ষ এবং WSD তে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন রোহিত শর্মা।
রোহিতের আগে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার 50 লক্ষ টাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে, গরিব মানুষদের মুখে অন্য তুলে দিতে 50 লক্ষ টাকার চাল দিয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, 52 লক্ষ টাকা দিয়েছেন সুরেশ রায়না এবং বিসিসিআই এর তরফে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে 51 কোটি টাকা।