‘তিন-তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলাম’ মর্মান্তিক অভিজ্ঞতার কথা নিজেই জানালেন শামি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে মহম্মদ শামি এমন একজন বোলার, যার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। তার সিম পজিশন, হাত থেকে বল ছাড়া সমস্তটাই যেন এক অসাধারণ শিল্পের নিদর্শন। ইতিমধ্যেই জাহির খান থেকে শুরু করে জাভাগাল শ্রীনাথ, সুনীল গাভাস্কার প্রত্যেকেই সরাসরি প্রশংসা করেছেন এই জোরে বোলারের। কিন্তু একটা সময় ছিল যখন এই শামিই ডুবে গিয়েছিলেন গভীর অন্ধকারে। কার্যত সেখান থেকে ফেরার রাস্তা খুঁজে পাওয়া, তার পক্ষে ছিল মারাত্মক রকম কঠিন।

প্রথমত ২০১৫ বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে ছিটকে যান তিনি, প্রায় তিন বছর লেগেছিল দলের কামব্যাক করতে। তার ওপর তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, ঘরোয়া হিংসার মামলা থেকে শুরু করে এমনকি স্পট-ফিক্সিংয়ের আরোপও লাগানো হয়েছিল তার ওপর। যদিও পরবর্তী ক্ষেত্রে ফিক্সিংয়ের আরোপ থেকে সম্পূর্ণ মুক্তি পান শামি।

কিন্তু যখন সংবাদমাধ্যমে প্রতিদিন তার ব্যক্তিগত জীবনের উপর একাধিক আরোপ তৈরি হতো, কতটা কঠিন ছিল সেই সময়টা? ২০২০ সালে লকডাউন চলাকালীন ইনস্টাগ্রাম ভিডিওতে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে নিজেই এর উত্তর দিয়েছিলেন এই ভারতীয় পেসার। তিনি বলেন, “আমি ২০১৫ বিশ্বকাপে আহত হয়েছিলাম। তারপরে দলে ফিরে আসতে আমার ১৮ মাস লেগেছিল এবং এটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সফর। তুমি তো জানো তো অনেক কামব্যাক করা কত কঠিন।”

https://youtu.be/vFsgttly4Eg

শুধু তাই নয় এই কঠিন সময়ে তিন তিনবার আত্মহত্যার ইচ্ছাও এসেছিল মনে। অকপট শামি জানান, “আমি মনে করি, যদি আমি আমার পরিবারের সমর্থন না পেতাম, তাহলে হয়তো আমি ক্রিকেট ছেড়ে দিতাম। এই সময় তিন-তিনবার আত্মহত্যার ইচ্ছাও এসেছিল আমার মনে। আমার পরিবারের কেউ না কেউ সবসময় আমার পাশে বসে থাকতো এবং আমাকে নজরে নজরে রাখত। আমার ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ২৪ তলায়। আমার সব সময় মনে হতো আমি কখনো এখান থেকে লাফিয়ে না পড়ি।” তিনি বলেন, মিডিয়ায় এই সময় নানা খবর চলছিল। আমার ব্যক্তিগত জীবনেও চলছিল ঝামেলা। তারই মাঝে আইপিএলের দশ বারো দিন আগেই আমি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ি। এই সময়টা আমার জীবনের সবথেকে খারাপ সময় ছিল।

 


Abhirup Das

সম্পর্কিত খবর