বাড়ি বদলাবেন? নো চিন্তা, ‘মুভার্স প্যাকার্স’ এর পরিষেবা এবার ডাকবিভাগে!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাড়ি বদল করা মানেই ঝক্কি। এ সমস্যা রয়েছে সকলেরই। কারণ একটা বাড়ি বদল মানে তো শুধু ঠিকানা বদল নয়, খুটিনাটি অনেক কিছুরই চিন্তা মাথায় নিয়ে চলতে হয়। একটি গৃহস্থ বাড়ির নানান জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। এমতাবস্থায় অনেকেই ভরসা করে থাকেন ‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’এর উপরে। কিন্তু তাতে খরচের অঙ্কটাও নেহাত কম পড়ে না। তবে এবার মুশকিল আসান করতে এল ভারতীয় ডাকবিভাগ (Indian Post)।

‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’এর পরিষেবা এবার ডাকবিভাগে (Indian Post)

‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’এর মতোই একটি পরিষেবা এবার নিয়ে আসতে চলেছে ডাকবিভাগ (Indian Post)। বিভিন্ন বেসরকারি সংস্থার তুলনায় অনেক খরচেও একই পরিষেবা দেবে ডাকবিভাগ (Indian Post)। তবে থাকছে একটিমাত্র সমস্যা। অন্যান্য সংস্থাগুলির মতো বাড়ি থেকে নয়, বরং প্যাকিংয়ের সমস্ত পরিকাঠামো রয়েছে, এমন ডাকবিভাগের (Indian Post) কাউন্টার থেকে আনতে হবে জিনিসপত্র।

Indian post starts packers and movers service

পরিষেবা উন্নত করছে ডাকবিভাগ: বর্তমানে বেসরকারি বিভিন্ন পরিষেবা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে ডাকবিভাগের (Indian Post) গুরুত্ব কমতে শুরু করেছে। তাই নানান নতুন পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাকবিভাগ। পার্সেল স্থানান্তরের পরিকাঠামো আরও উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এই নতুন প্যাকার্স মুভার্স এর পরিষেবাও যুক্ত করেছে ডাকবিভাগ।

আরও পড়ুন : রুক্মিণী নন, এই মানুষটিকেই সবথেকে বেশি ভয় পান ‘রঘু ডাকাত’ দেব! নামটা শুনলে চমকে যাবেন

কী সিদ্ধান্ত নিয়েছে ডাকবিভাগ: আপাতত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে পাঠরত পড়ুয়াদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাকবিভাগ (Indian Post)। কোনও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের চাকরি সূত্রে বা অন্য কারণে হস্টেলের বাইরে, দেশের বাইরে যেতে হলে কিংবা পড়াশোনা শেষে বাড়িতে ফিরতে হলে হস্টেলের জিনিসপত্র ডাককর্মীরাই পৌঁছে দেবেন নতুন ঠিকানায়।

আরও পড়ুন : অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ, সুপ্রিম কোর্টে নালিশ করতে গিয়ে ধমক খেলেন চিকিৎসক

উল্লেখ্য, একসময় প্যাকিং করা জিনিসপত্রই পাঠানো যেত ডাকে। পরবর্তীতে ডাকঘরেই (Indian Post) জিনিপসত্র প্যাক করা শুরু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে ডাকবিভাগের (Indian Post) কাউন্টার। এই ধরণের কাউন্টারগুলিতেই হস্টেল পড়ুয়ারা তাদের জিনিসপত্র এনে প্যাকিং করাতে পারবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, খড়গপুর আইআইটির মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে ডাকবিভাগের চুক্তি হতে চলেছে বলে খবর। বড় পার্সেলগুলির ক্ষেত্রে ৩৫ কেজি পর্যন্ত একবারে প্যাকেজিংয়ের সুবিধা মিলবে বলেও জানা যাচ্ছে।