বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার নিঃসন্দেহে একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভারতীয় ডাকবিভাগে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। ইতিমধ্যে এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে শুন্যপদের সংখ্যার পাশাপাশি কোন কোন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে বিস্তারিতভাবে তা তুলে ধরা হল।
মোট শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, দেশজুড়ে মোট ১,৮৯৯ টি পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৮৫ টি শূন্যপদ।
কোন কোন পদে করা হবে নিয়োগ: মূলত, গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট বিভাগের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বয়সসীমা: এক্ষেত্রে, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে। তবে, মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: এবার পলক ফেললেই হাওড়া থেকে সেক্টর ফাইভ! এইদিন থেকে শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা
শিক্ষাগত যোগ্যতা: পদের নিরিখে দশম শ্রেণি উত্তীর্ণ থেকে স্নাতক ব্যক্তিদের নিয়োগ করা হবে। পাশাপাশি, তাঁদের স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে প্রার্থীদের।
আরও পড়ুন: ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’? ডোন্ট কেয়ার, মহুয়াকে বিরাট ‘গিফট’ দিল তৃণমূল, এক্কেবারে ‘থ’ সকলে
কিভাবে করবেন আবেদন: জানিয়ে রাখি যে, অনলাইনে প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদন মূল্য হিসেবে দিতে হবে ১০০ টাকা। সংশ্লিষ্ট পদে শর্তসাপেক্ষে ক্রীড়াবিদরাও আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ: আগামী ৯ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। এদিকে, আবেদনপত্রে কোনো ত্রুটি সংশোধন করতে হলে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে বলেও জানা গিয়েছে।