ভোট ঘোষণার আগে জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর! লিখলেন খোলা চিঠি

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election), আর তার আগে বিভিন্ন দলের প্রস্তুতি তুঙ্গে। প্রার্থী তালিকাও মোটামুটি নিশ্চিৎ। এমতাবস্থায় দেশবাসীকে বার্তা দিতে বিশেষ চিঠি লিখে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি সমর্থন চেয়েছেন জনমানসের। খোলা চিঠিতে তিনি তুলে ধরেন বিগত ১০ বছরে তার সরকারের করা বিভিন্ন কার্যের কথা।

লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর চিঠি ‘বিশেষ’ বলে পরিগণিত হচ্ছে। চিঠির শুরুতেই দেশের সকল বাসিন্দাকে নিজের ‘পরিবারের সদস্য’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। সাল ২০১৪ থেকে আজ অবধি দুইবার প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দেশের জন্য কী কী করেছেন তার পুরো উল্লেখ রয়েছে এই চিঠিতে। চলুন তাহলে দেখা যাক কী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

কী রয়েছে সেই চিঠিতে?

খোলা চিঠিতে প্রধানমন্ত্রী তুলে ধরেন কীভাবে বিগত ১০ বছরের সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে পেরেছে তার সরকার। এটাকেই নিজের সবচেয়ে বড় কৃতিত্ব বলেও দাবি করছেন তিনি। গরিব থেকে কৃষক, যুবক থেকে মহিলা, সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ সম্পর্কে তুলে ধরেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন : ভোটের মুখে মোদী সরকারের বিরাট উপহার, ৮০ লাখ টাকার সুবিধা পাবেন মহিলারা!

whatsappimage2024 03 15at11.13.03pm 171052574717416 9

চিঠিতে নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারতের মতো সাধারণ মানুষের জন্য উপযোগী স্কিমের। একইসাথে দেশের মানুষের স্বার্থে করা কাজ যেমন জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করা হোক অথবা হালের মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসা এবং নতুন সংসদ ভবন নির্মাণ , সমস্তই রয়েছে তার চিঠিতে। এছাড়া তিনি বাকিদের আহ্বান করেছেন দেশের এই উন্নয়নের যজ্ঞে সামিল হতে।

আরও পড়ুন : ‘PoK ভারতের অংশ, ওখানকার হিন্দুরা আমাদের, মুসলিমরা …’ অমিত শাহের মন্তব্যে পাকিস্তানে ঝড়

এদিকে লোকসভা ভোট নিয়ে উত্তেজনা বেড়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কবে হবে ভোট? আর তাই এখন সবার নজর শনিবার দুপুর ৩টেয় সাংবাদিক বৈঠকের দিকে। কবে থেকে শুরু হবে ভোট, ২০১৯ এর লোকসভা ভোটের মতোই ৭ দফায় ভোট হবে বাংলায় নাকি আরো বেশি দফা হতে পারে তাই নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। এসমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে আজই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর