বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এই পুজা উপলক্ষে ছুটিতে ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য সুখবর। কারণ বেশিরভাগ বাঙালি পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য ঠিক করেন। এই সময় কেউ কেউ যেমন কাশ্মীর, দার্জিলিং জান। তেমনি অনেকে পুরী ঘুরতে যান। আর এবার পুজো উপলক্ষে উড়িষ্যা নানান স্পট ঘুরতে যাওয়ার জন্য পূর্ব রেল দফতরের তরফ (Indian Railway) থেকে কয়েকটি স্পেশাল ট্রেন ছাড়ার ঘোষনা করল।
উৎসবের মরশুমে পর্যটকদের সুবিধার্থে রেলের বড় সিদ্ধান্ত (Indian Railway)
এবার পূর্ব রেলের অভিনব উদ্যোগ। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন দিয়ে ছুটবে পুজোর স্পেশাল ট্রেনগুলো (Indian Railway)। ইতিমধ্যে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল দফতর (Indian Railway) থেকে। আসন্ন দুর্গাপুজো, ছট পুজো ও দীপাবলি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ। এই উৎসব উপলক্ষে শিয়ালদহ থেকে পুরীর মালতি পাটপুর এবং ডাউন একইভাবে এই স্পেশাল ট্রেনগুলোই চালানো হবে।
এছাড়াও পুজোর সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে এই স্পেশাল ট্রেনগুলো (Special Train) চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Rail)। কারণ পুজো উপলক্ষে বহু মানুষই বাইরে ঘুরতে যায়। তাই পুজোর আগেই এই বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলওয়ে।
আরও পড়ুন: তুলসী গাছ বাঁচাতে মানুন এই যত্নের নিয়ম, বলছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আসন্ন দূর্গা পুজো, দীপাবলি ও ছট পুজোর সময় অতিরিক্ত পরিমাণে যাত্রীদের ভিড় সামাল দিতে ০৩১০১ ও ০৩১০২ শিয়ালদা-মালতিপাটপুর-শিয়ালদহ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। শুধুমাত্র এটিই নয় এর সঙ্গে সঙ্গে এই ট্রেন যাবে খড়্গপুরের ওপর থেকে। পাশাপাশি খড়্গপুরে স্টপেজ থাকবে।
পাশাপাশি, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের একাধিক স্টেশনে থাকবে স্টপেজ। এর ফলে পরি ভ্রমণ আরও সহজ হয়ে উঠলো যাত্রীদের কাছে। সূত্রের খবর এই স্পেশাল ট্রেন ২৬ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করবে। এছাড়াও, ২৬ সেপ্টেম্বর, ৩ অক্টোবর, ১০ অক্টোবর, ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর, ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর এবং ২৮ নভেম্বর মোট ১০টি ট্রিপে যাবে।