সাবধান! স্টেশনে বা ট্রেনে রিলস বানালেই এবার জরিমানা, কত টাকা দিতে হবে?

Published on:

Published on:

Indian Railway Board's new rules require fines for making station reels

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে রিলস তৈরির নেশায় আসক্ত ৮ থেকে ৮০ প্রায় প্রত্যেকেই। কাজের মাঝে হোক কিংবা বাড়িতে, রিলস বানাতে উদ্যোগী সবাই। এই রিলস তৈরির উন্মাদনায় প্রাণের ঝুঁকি নিতেও দুবার ভাবছে না মানুষ। রেলস্টেশন থেকে শুরু করে ট্রেনের ভেতরে, এমনকি রেল লাইনের উপরেও রিলস বানাচ্ছে অনেকে। আর এগুলো করতে গিয়ে একাধিকবার বিপদের সম্মুখীন হয়েছে অনেকে। এই সমস্যার সমাধানের জন্য এবার ট্রেনে কিংবা স্টেশনে রিলস বানানোর নিয়ে করা সতর্কতা জারি করল রেলওয়ে বোর্ড (Indian Railway Board)। এবার থেকে রেল স্টেশনে কিংবা ট্রেনের মধ্যে কেউ যদি রিলস করে আর সেক্ষেত্রে ধরা পড়লে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।

স্টেশনে রিলস করতে গিয়ে ধরা পড়লে কত টাকা জরিমানা দিতে হবে?

উল্লেখ্য, কয়েক মাস আগে চেন্নাইয়ের কাছে রিলস বানাতে গিয়ে ১৫ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছিল। এরপর থেকে রেল স্টেশনে রিলস তৈরি করা নিয়ে করা বিধিনিষেধ আরোপ করে সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি মেনেই এবার রেলের তরফ থেকেও নেওয়া হলো কঠোর পদক্ষেপ। তামিলনাড়ুতে নিষিদ্ধ করা হল রেলস্টেশনে এবং ট্রেনে রিলস তৈরি করা। বিধিনিষেধে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ভিডিও কিংবা রিলস তৈরি করে পোস্ট করেন, তবে সেই ব্যক্তিকে ন্যূনতম ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।

রেল বোর্ড (Indian Railway Board) জানাচ্ছে, সাধারণত রেল স্টেশনে ভিডিও রেকর্ডিং নিষিদ্ধ। কিন্তু রিলস বানানোর উন্মাদনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সুরক্ষা বা আইন, কোনও কিছুতেই আর ভ্রুক্ষেপ করছে না জনতা। প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়ে ভিডিয়ো, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, লাইনের উপর হাঁটা, এমনকি ট্র্যাকে শুয়ে থাকা পর্যন্ত দেখা যাচ্ছে রিলস তৈরির জন্য। এই ধরণের কীর্তি একদিকে যেমন নিজের প্রাণ বিপন্ন করছে, তেমনই সঙ্কটে ফেলছে অন্যদেরও।

রেলের (Indian Railway Board) নজরদারি আরও কড়া

এই পরিস্থিতিতে রেলওয়ে (Indian Railway Board) সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে রেলস্টেশন, রেললাইন বা ট্রেনের মধ্যে এভাবে রিল তৈরি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রেল পুলিশ (RPF), নিরাপত্তা কর্মী এবং স্টেশন ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে, সিসিটিভি ক্যামেরার সাহায্যে ২৪ ঘণ্টা নজরদারি রাখতে। ভিডিয়ো করতে দেখা গেলেই সেই ব্যক্তি চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Indian Railway Board's new rules require fines for making station reels

আরও পড়ুনঃ ট্যাক্স দিয়েছেন ৩৫ কোটি! অবসরের এতবছর পরেও বিপুল উপার্জন সৌরভের, চমকে দেবে আয়ের উৎস

মুম্বই, দিল্লি, উত্তরপ্রদেশে আগেই জারি হয়েছে নিষেধাজ্ঞা

উল্লেখযোগ্য, এর আগে মুম্বই, দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলস্টেশনে রিলস তৈরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এবার সেই পথেই হাঁটল রেল বোর্ড (Indian Railway Board)। সর্বভারতীয় স্তরে রেললাইনে বিপজ্জনক ভিডিও তোলাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।