বাংলা হান্ট ডেস্ক: এখন ট্রেনের টিকিট কাটা আরও সহজ (Indian Railway)। পাশাপাশি এই অ্যাপের সাহায্যে টিকিট কাটলে পাবেন বিশেষ ছাড়। সম্প্রতি এই ডিজিটাল পদ্ধতির ব্যবহার রেল যাত্রীদের বিশেষভাবে সচেতন কল্য মালদহ রেল ডিভিশন। মনে করা হচ্ছে, এই ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটলে পরে একদিকে যেমন যাত্রীদের ব্যস্ততার সময় লাইনে পড়তে হবে না। যার ফলে যাত্রীরা সহজেই ভ্রমণ করতে পারবেন।
রেলের এই অ্যাপে এখনই এক ক্লিক বুকিং করুন টিকিট, পান আকর্ষণীয় অফার (Indian Railway)
এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে আরও এক বিশেষ সুবিধা সামনে আনল ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway)। কারণ ইউটিএস অ্যাপের মাধ্যমে যাত্রীদের রেলের সমস্ত বিশেষ সুবিধা কে সহজে গ্রহণযোগ্য করে তুলতে ও কাগজ বিহীন ও ক্যাশলেস টিকেটিং পরিষেবা প্রদানে প্রতিটি স্টেশনের প্রচার অভিযান শুরু করেছে পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রান্নাঘরে খুব কম উপকরণেই তৈরি হবে পেঁয়াজকলি ও মোরলামাছ দিয়ে দুর্দান্ত এই রেসিপিটি
এই দিন মালদহ রেল ডিভিশনে নিউ ফারাক্কা রেলস্টেশনে রেলের ডিজিটাল পদ্ধতি ব্যবহার নিয়ে এক বিশেষ সচেতন মূলক কর্মসূচিয়ে নেওয়া হয়। যেখানে প্রায় ১২০ জন রেল যাত্রীকে মোবাইলের সাহায্যে কিভাবে টিকিট কাটা হয় সেই পদ্ধতি শেখানো হয়েছে।
এছাড়া এই বিষয়ে মালদহ রেল ডিভিশনে কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে রেলযাত্রীরা টিকেট কাটলে বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি পাবেন ওয়ালেট রিচার্জ ব্যবহারে তিন শতাংশ বোনাস। পাশাপাশি রেল যাত্রীদের দাঁড়াতে হবে না লম্বা লাইনে। এই অ্যাপের সাহায্যের সহজেই তারা টিকিট বুকিং করতে পারবেন।
তাছাড়া বর্তমান দিনে প্রতিটি মানুষের হাতে যেহেতু স্মার্টফোন থাকে তাই সহজে আরো কিভাবে টিকেট কাটা যায় সেই কথা মাথায় রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাছাড়া মালদহ রেল ডিভিশনের ডিআর এম মনিশ কুমার গুপ্ত জানান, ডিজিটাল ইন্ডিয়া মিশন অভিযানের অধীনে মালদহ রেল ডিভিশনের প্রতিটি স্টেশনের ডিজিটাল পদ্ধতি ব্যবহারে বিশেষ সচেতনামূলক কর্মসূচি চালানো হচ্ছে। যার ফলে রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই কর্মসূচি গুলো এবং টিকিট বুকিং পদ্ধতি শেখানো হচ্ছে নিত্যযাত্রীদের (Indian Railway)।












