কম খরচে ৭ দিন লেহ-লাদাখ! সস্তার প্যাকেজ দিচ্ছে IRCTC, মিস করলেই পস্তাবেন

বাংলা হান্ট ডেস্কঃ হানিমুন হোক বা সোলো ট্রাভেল, লাদাখ (Ladakh) যাওয়ার স্বপ্ন কার না থাকে। তবে অনেকেরই ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব হয় না কেবল সঙ্গী ও খরচের অভাবে। এবার মুশকিল আসান হয়ে সেই সমস্যার সমাধান নিয়ে এল IRCTC। ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ (IRCTC Discover Ladakh Tour Package) নিয়ে এসেছে IRCTC। আপনার লাদাখ যাওয়ার স্বপ্ন তো পূরণ করবেই, তার সাথে পকেটও বাঁচবে অনেকটাই।

সূত্রের খবর, আগামী ১২ অগাস্ট, ১৭ অগাস্ট এবং ২৭ অগাস্ট লেহ লাদাখের জন্য এক আশ্চর্যজনক লেহ ট্যুর প্যাকেজ অফার করছে IRCTC। প্যাকেজটি মোট প্যাকেজটি ৭ দিন এবং ৬ রাতের হবে। এর মধ্যে লেহ, নুব্রা, তুর্তুক এবং প্যাংগং অন্তর্ভুক্ত রয়েছে। জনপ্রতি ভাড়া হবে ৩৯,৪০০ টাকা। এর মধ্যেই রয়েছে ফ্লাইট বুকিং, হোটেল, খাবার এবং স্থানীয় ভ্রমণের খরচ। চলুন দেখে নিই বিস্তারিত।

প্রথম দিন : লেহ বিমানবন্দরে পৌঁছানোর পর আপনাকে আপনার জন্য বুক করে রাখা হোটেলে পৌঁছে দেওয়া হবে। সেই রাতটা আপনি হোটেলেই বিশ্রাম নিতে পারেন।

দ্বিতীয় দিন : সকালের প্রাতঃরাশের পর পর্যটকদের লেহ শ্রীনগর হাইওয়েতে নিয়ে যাওয়া হবে। সেখানে বেশকিছু দর্শনীয় স্থান দেখানোর পর আপনাকে দেখানো হবে, ভারতীয় সেনা হল অফ ফেম, লেহ প্যালেস, শান্তি স্তূপ এবং আলচি মঠ।

bike trip ladakh 750x430

তৃতীয় দিন : তৃতীয় দিন পর্যটকদের নুব্রা ভ্যালির দিকে নিয়ে যাওয়া হবে। সারাদিনটা এখানকার সৌন্দর্য দেখেই কেটে যাবে। এবং রাত্রে বিশ্রামের ব্যবস্থাও হবে এখানেই।

চতুর্থ দিন : চতুর্থ দিন সকালে পর্যটকদের নিয়ে যাওয়া হবে নুবরা থেকে তুরতুকে। তুর্তুক উপত্যকার মনোমুগ্ধকর সৌন্দর্যে হারিয়ে যাবেন আপনি। রাত্রে ঘুমানোর জন্য আপনাকে ফিরতে হবে নুব্রাতে ।

পঞ্চম দিন : পঞ্চম দিনে দেখবেন লাদাখের সবচেয়ে চর্চিত স্থান প্যাংগং। সেখানে আপনি প্যাংগং লেক দেখতে পাবেন যা প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এবং৬-৭ কিমি চওড়া। আমির খানের আইকনিক সিনেমা থ্রী ইডিয়টস-এর কথা মনে আছে নিশ্চয়ই? সেই শুটিং হয়েছিল এখানেই। এইদিন এখানেই রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। পরদিন সকালে অসম্ভব সুন্দর সূর্যোদয়-ও দেখতে পাবেন আপনি।

ষষ্ঠ দিন : দিনের শুরুটা হবে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য দিন। সেখানে প্রাতঃরাশ সেরে ফ্রেশ হয়ে ফিরে আসবেন লেহ-তে। সাথে পাবেন লাদাখের রাস্তার অপরূপ দৃশ্য। বিমানবন্দর থেকে আপনাকে আপনার হোটেলে পৌঁছে দেওয়া হবে।

সপ্তম দিন : এটিই হবে প্যাকেজের শেষ দিন। এই দিনে আপনাকে লেহ বিমানবন্দরে নামানো হবে। একরাশ মুগ্ধতা সহ আপনাকে পৌঁছে দেওয়া হবে হোটেলে। এবং সেখান থেকে আপনি আপনার মত করে নতুন ট্যুর প্ল্যান করতেই পারেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর