বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেলের (indian railway) তরফে জানানো হয়েছে এই বছর পুজোতেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন, তারপরই কলকাতা মেট্রো যুক্ত করতে চলেছে কলকাতার দুই প্রসিদ্ধ কালীক্ষেত্র কালীঘাট (kalighat) ও দক্ষিণেশ্বরকে (dakhineswar)।
এর ফলে দুই তীর্থক্ষেত্রের দূরত্ব দাঁড়াতে চলেছে মাত্র ১৫ মিনিটের। এক রেল আধিকারিকের কথায়, অন্য শহর থেকে যে সমস্ত মানুষ কলকাতা আসেন, তারা এবার খুব সহজেই কালীঘাট-দক্ষিণেশ্বর-বেলুড় মঠ দর্শন করতে পারবে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব মাত্র ১০ কিমি হওয়ায় খুব কম সময়েই ভ্রমণ সেরে ধরা যাবে ফ্লাইটও।
রেল সূত্রে জানানো হয়েছে, দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনটি নির্মাণে আধুনিকতা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্মান কাজ প্রায় সম্পূর্ণ। পুজোর আগেই বাকি কাজ শেষ হয়ে যাবে। মহামারির বিধি মেনেই জোর কদমে চলছে কাজ।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের মধ্যেই কিছুদিন আগেই শেষ হল বাংলার ইস্ট-ওয়েস্টে মেট্রোর হাওড়া স্টেশনের কাজ। লকডাউন এবং সর্বোপরি করোনা বিধি নিষেধ মান্য করেই সম্পন্ন হল এই মেট্রো স্টেশন প্রস্তুতির কাজ। রয়েছে বিভিন্ন অত্যাধুনিক পদ্ধতিও।
মাটি থেকে ৩০ মিটার নীচে তৈরি করা হয়েছে হাওড়ার এই ইস্ট-ওয়েস্টে মেট্রো স্টেশন। দেশের সবথেকে বেশী গভীরতার দিক থেকে হাওড়ার এই মেট্রো স্টেশন হার মানিয়েছে দিল্লি মেট্রোর হউজ খাসকেও। অর্থাৎ, হাওড়ার এই মেট্রো স্টেশনই বর্তমানে দেশের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন।