বাংলা হান্ট ডেস্ক: রেলযাত্রীদের জন্য সুখবর। রেলওয়ে (Indian Railway) তার যাত্রীদের এমন অনেক সুযোগ-সুবিধা প্রদান করে, যা আপনাদের জানা উচিত। এমনকি ট্রেনের টিকিট কেনার সঙ্গে সঙ্গে যাত্রী এমন অনেক অধিকার পান, যা সম্পূর্ণ বিনামূল্যে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিছানার চাদর থেকে শুরু করে ট্রেনে বিনামূল্যে খাবার পর্যন্ত। পাশাপাশি, রেলওয়ে কখন এবং কীভাবে যাত্রীদের এই সমস্ত সুবিধা প্রদান করে তা জেনে নিন।
সম্পূর্ণ বিনা পয়সাতে পেয়ে যাবেন রেলওয়ের এই বিশেষ পরিষেবা গুলি (Indian Railway)
সূত্রের খবর, ভারতীয় রেলে C1, AC2 এবং AC3 কোচের যাত্রীদের জন্য আগেই কম্বল, বালিশ, দুটি বিছানার চাদর এবং হাতের তোয়ালে সরবারহ করে। পাশাপাশি, কিছু ট্রেনে স্লিপার ক্লাসে যাত্রীরা একটি বিছানার টিকিটও পেতে পারেন। ট্রেন ভ্রমণের সময় যদি আপনি একটি বিছানার টিকিট না পান, তাহলে আপনি সেই বিষয়ে অভিযোগ করতে পারেন পাশাপাশি টাকা ফেরত পেতে পারেন।
এছাড়াও, ট্রেনে যাত্রা সময় আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে রেলওয়ে (Indian Railway) আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান। এমনকি, গুরুতর অসুস্থ হলে তারও চিকিৎসার ব্যবস্থা করবে রেল। এর জন্য আপনাকে সামনের সারির কর্মচারী অথবা টিকিট সংগ্রহকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে। ভারতীয় রেলওয়ে পরবর্তী ট্রেন স্টপে যুক্তিসঙ্গত মূল্যে আপনার চিকিৎসা ব্যবস্থা শুরু করবে।
এমনকি, আপনি যদি প্রিমিয়াম ট্রেন অর্থাৎ রাজধানী, দুরন্ত কিংবা শতাব্দীতে ভ্রমণ করেন। আর সেই ট্রেন ২ ঘণ্টার বেশি দেরি হয় তাহলে রেলওয়ে (Indian Railway) আপনাকে বিনামূল্যে খাবার সরবরাহ। এমনকি ট্রেন যদি দেরিতে থাকে আপনি কিছু ভালো খাবার খেতে চান, তাহলে আপনি RE ক্যাটারিং পরিষেবা থেকে ট্রেনে খাবার অর্ডার করতে পারবেন।
আরও পড়ুন: সমানে বাড়ছে ভিড়! দিঘায় যাত্রীবাহী বাস চলাচল নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য
পাশাপাশি কোন স্টেশনে নামার পর পরবর্তী ট্রেন ধরার জন্য আপনাকে অপেক্ষা করতে হয় তাহলে আপনি স্টেশনের এসি বাস নন এসি ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারেন। আর এর জন্য আপনাকে আপনার টিকিট দেখাতে হবে। ট্রেনের এমন কিছু পরিষেবা আছে যা বিনামূল্যে পাওয়া যায়। সেই বিনামূল্যের পরিষেবা গুলি আপনার জানা উচিত। যদি জিজ্ঞাসা করার পর সেই পরিষেবা গুলি আপনি না পান তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। উল্লেখ্য, সমস্ত যাত্রীদের টিকিট কেটে ট্রেন ওঠা উচিত। টিকিট ছাড়া ভ্রমণ করলে অসুবিধার মুখে সম্মুখীন হবে আপনি।