ঘুরপথে ভাড়া বাড়াচ্ছে ভারতীয় রেল (indian railway)। এবার থেকে বিমানের মতো রেলের ক্ষেত্রেও গুনতে হবে ইউজার চার্জ। জানা যাচ্ছে ভারতীয় রেলের বিভিন্ন প্ল্যাটফর্মে যে উন্নত যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যাবস্থা করেছে রেল, তার বিনিময়েই গুনতে হবে এই ইউজার চার্জ। ফলে স্বাভাবিক ভাবেই বাড়বে টিকিটের দাম।
রেল সূত্রে জানা যাচ্ছে, ভারতের ৭ হাজার স্টেশনে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ বর্ধিত ইউজার চার্জ বসাবে ভারতীয় রেল। আগামী কয়েক বছরে যাত্রী সংখ্যা হু হু করে বাড়বে। সেই কথা মাথায় রেখেই রেল যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই কারনেই এই ইউজার চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যদিও এই রেল ভাড়া বৃদ্ধি মোদি সরকারের বিরুদ্ধে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
এর আগে জানা গিয়েছে, মোদি সরকার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর কেন্দ্রের হাতে থাকা অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে। জনপ্রিয় সংবাদ মাধ্যম সিএনবিসি আওয়াজের সূত্র থেকে জানা যাচ্ছে এমনটাই।
IRCTC এর শেয়ারগুলি বিক্রি করা হবে ওএফএসের (OFS) মাধ্যমে বিক্রি করা হবে। ইতিমধ্যেই ডিসিভেস্টমেন্ট বিভাগ মার্চেন্ট ব্যাংকারদের শেয়ার কেনার জন্য বিডের আহ্বান করেছে। আগামী ৩ সেপ্টেম্বর প্রাক বিড সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, IRCTC ভারতীয় রেলের একটি সহযোগী সংস্থা। এই কর্পোরেশনের সাহায্যে ভারতীয় রেলের টিকিট বুকিং করা হয়ে থাকে। এছাড়াও এই সংস্থা বেশ কিছু বেসরকারি ট্রেনও চালায়। আইআরসিটিসি ২০১৯ সালের অক্টোবরে শেয়ার বাজারে প্রবেশ করেছে। বুধবার এই সংস্থার শেয়ারের দাম ১৩৬৩ টাকায় বন্ধ হয়ে গেছে। আইআরসিটিসি এশিয়া-প্যাসিফিকের ব্যস্ততম ওয়েবসাইটের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে প্রতি মাসে ২.৫ – ২.৮ কোটি টিকিট বিক্রি হয়। প্রতিদিন এর ওয়েবসাইটে ৭ কোটি লগইন হয়।