চাকরি প্রার্থীদের জন্য সুখবর! উচ্চমাধ্যমিক পাশেও রেলের টিকিট চেকারে বিপুল নিয়োগ, এইভাবে করুন আবেদন

Published on:

Published on:

Indian Railway good news for job seekers huge recruitment for railway ticket checkers even for higher secondary students

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলে (Indian Railway) চাকরি পাওয়া মুখের কথা নয়। এখানে কাজের জন্য মুখিয়ে থাকেন অনেকেই। এবার সেই চাকরির জন্য সুখবর চাকরী প্রার্থীদের। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Rainway Recruitment Board) তরফ থেকে টিকিট চেকার , সিটিসি বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে কাজের সুযোগ থাকে। এই পদে চাকরি পেতে গেলে উত্তীর্ণ হতে হয় বিশেষ পরীক্ষার মাধ্যমে।

মাধ্যমিক পাশ করেই টিকিট চেকার হতে কীভাবে আবেদন করবেন? (Indian Railway)

চাকরিপ্রার্থীদের জন্য এবার সুখবর। সূত্রের খবর অনুযায়ী, এবার রেলওয়েতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ হতে চলেছে (Indian Railway)। মূলত উচ্চ মাধ্যমিক পাশের পর রেলওয়ে রিক্রুটমেন্ট (Recruitment) বোর্ডে টিকিট চেকারের জন্য এবার আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়ে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

যোগ্যতা: নূন্যতম চাকরি প্রার্থীর বয়স ১৮ বছর হতে হবে। এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এসটি, এসসি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া যায়। এছাড়াও এই পরীক্ষায় প্রার্থীদের চাকরি পেতে হলে দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

Indian Railway good news for job seekers huge recruitment for railway ticket checkers even for higher secondary students

আরও পড়ুন: বর্ষায় ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে! ঘরোয়া এই উপকরন ব্যবহার করে পাবেন প্রাকৃতিক জেল্লা, জানুন টোটক

কী পদ্ধতিতে টিটি হওয়া যায়?

শূন্যপদের ভিত্তিতে রেলওয়ে রিক্রুটমেন্ট (Railway Recruitment) বোর্ড থেকে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বাদশ শ্রেণী পাস করার পর সেই সময় পরীক্ষার্থীকে নাম রেজিস্টার করতে হয়। এই পরীক্ষায় সাধারণত সাধারণ জ্ঞান, অ্যাপটিটিউড, গণিত, সাধারণ ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষা ও নথি যাচাইয়ের মাধ্যমে এই প্রক্রিয়া নিয়োগ পদ্ধতি শুরু করা হয়।

বিশেষ যে দক্ষতা থাকা প্রয়োজন:

১) সব ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতা থাকতে হবে। কারণ ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমন করতে হয় টিটিদের।

২) যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সামাল দেওয়ার দক্ষতা প্রয়োজন।

৩) বিভিন্ন ধরনের শিফটে যাতে কাজ করতে পারে। পাশাপাশি অনেক সময় ওভারটাইম করতে হয় টিটিদের।

টিটিই পদে উন্নতির সুযোগ

এই পেশায় বিভিন্ন ধরনের ধাপ থাকে। এই ধাপ গুলো নীচে আলোচনা করা হল।

টিটির চেকার: প্রথম ধাপের টিকিট চেকার। এক্ষেত্রে টিকিট পরীক্ষক যাত্রীদের টিকিট পরীক্ষা করেন ও বিনা টিকিটে যাত্রীতে জরিমানা করেন তারা।

সিনিয়র টিকিট পরীক্ষক: সিনিয়র টিকিট পরীক্ষক মূলত ট্রেনের সমস্ত যাত্রীরা নিয়ম মেনে ভ্রমণ করছে কিনা সে বিষয়ে তদারকি করেন।

ট্রাভেলিং টিকট ইনস্পেক্টর: যাত্রীদের খালি আসন বরাদ্দ করেন এনারা। পাশাপাশি রেলের নিয়ম অনুযায়ী খালি আসনে যাত্রীদের দেওয়ার বিষয়টি পর্যালোচনা করেন ট্রাভেলিং টিকট ইনস্পেক্টর।

চিফ টিকিট ইনস্পেক্টর: টিটিই (Ticket Checker) পেশার মাধ্যমে এই ধাপ সব থেকে উপরে। যাত্রীদের অভিযোগ থাকলে এনারা ভালোভাবে সেই সমস্যা গুলো শোনেন। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে সুবিধা প্রদানের ব্যবস্থা করেন চিফ টিকিট ইনস্পেক্টর।