বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের সুবিধার জন্য, নানান ধরনের পদক্ষেপ নিয়ে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway)। তাছাড়া দূরপাল্লার ট্রেনে যারা সফর করেন, তাদের অনেকেরই বাচ্চা ছোট থাকে। অথবা বয়স্ক বাবা-মাকে নিয়ে যাতায়াত করলে পরে, গরম জল ব্যবহার করার জন্য ইলেকট্রিক কেটলি নিয়ে যান। তবে এই ইলেকট্রিক কেটলি দূরপাল্লার ট্রেন (Train) গুলোতে ব্যবহার করা যাবে কিনা, সেই বিষয়ে সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হল।
ট্রেনে ইলেকট্রিক কেটলি ব্যবহার সংক্রান্ত নতুন নিয়ম প্রকাশ করল রেলওয়ে (Indian Railway)
ভারতীয় রেলওয়ে (Indian Railway) বর্তমানে বিশ্বের চতুর্থ রেলওয়ে নেটওয়ার্ক। যাত্রীদের সাহায্য করা ও রেলের ভিসা প্যাসেঞ্জারদের আরো বেশি ওয়াকিবহুল করাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। যদিও সম্প্রতি, দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, কেন ট্রেনে ইলেকট্রিক কেটলি ব্যবহার বিপদের ঝুঁকি বাড়িয়ে তোলে।

আরও পড়ুন: টানা ৩০ বছর চাকরির পর কত পেনশন মিলবে? নতুন নিয়মে হিসেব জানুন সহজে
সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, ওম প্রকাশ এই প্রসঙ্গে জানান ট্রেনের চারজিং পয়েন্টে কেটলির জল গরম করলে অনেক সময় তা বিপদজনক হয়ে ওঠে। যার ফলে একাধিক বিপদ ঘটে যেতে পারে যেকোন সময়ে। পাশাপাশি এই বিষয়ে শিয়ালদহ ডিভিশনের রেলের এক আধিকারিক আজতাক বাংলাকে জানান, ট্রেনে যাত্রা করার সময় খিদে পাওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক। আর সেই কথা সবাই জানেন। যার ফলে অনেকেই খাবারের যোগান নিয়ে ট্রেনে ওঠেন।
আবার অনেকে বিভিন্ন স্টেশন থেকে অথবা রেস্তোরাঁ খাবার কিনে ট্রেনে ভ্রমন করেন। এছাড়াও এর বাইরে রেলের নিজস্ব প্যান্ট্রির খাবারের যোগান তো আছে। কিন্তু অনেক সময় বাচ্চাকাচ্চার খাবার গরম করতে অথবা বয়স্কদের জন্য কোন কিছু গরম করার কারণে ট্রেনে বিদ্যুৎ সংযোগের প্লাগ এর সাহায্যে ইলেকট্রিক কেটলি চালানো হয়। যা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।
পাশাপাশি তিনি জানেন ট্রেনের চার্জিং পয়েন্টে কেটলিতে জল গরম করা অত্যন্ত বিপদজনক ও অবৈধ। এছাড়াও ট্রেনের চার্জিং পয়েন্টে ১১০ ভোল্টের বিদ্যুৎ থাকে। কিন্তু ইলেকট্রিক কেটলি গুলিতে জল গরম করতে কম করে ২২০ ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হয়। যার ফলে কোন যাত্রী যদি চার্জিং পয়েন্টে ইলেকট্রিক কেটলির ব্যবহার করার চেষ্টা করেন। সেই সময় অতিরিক্ত ভোল্টেজ টানতে গিয়ে বগিতে থাকা এমসিবি বসে যেতে পারে। যার কারণবশত সেই বগির সবকটি চার্জিং পয়েন্টে কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি ইলেকট্রিক তার পুড়ে গিয়ে ভয়ংকর বিপদেও ঘটতে পারে বলে জানান তিনি।
এছাড়াও, দক্ষিণ পূর্ব রেল মুখ্য জনসংযোগ আধিকারিক আরও জানান, ট্রেনে যাত্রীদের জন্য থাকা সুইচবোর্ড শুধুমাত্র মোবাইল চার্জ দেওয়ার জন্যই ব্যবহার করা উচিত। সেই ক্ষেত্রেও সারারাত মোবাইল চার্জে বসিয়ে রাখা একেবারেই উচিত। কারণ অনেক সময় ইলেকট্রিক সামগ্রিক খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নির্দিষ্ট সময় চার্জিং পয়েন্টে চার্জার বসানো উচিত। তবে কোনোভাবেই ইলেকট্রিক কেটলি বা অন্যান্য সামগ্রী ট্রেনের (Indian Railway) চার্জিং প্লাগে বসানো উচিত নয়।












