বাংলাহান্ট ডেস্কঃ আরো একবার কামাল করার পথে ভারতীয় রেল (indian railway)। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ভারতীয় রেল এবার করোনা পরিস্থিতির সাথে নিজেকে বদলাতে সচেষ্ট হল৷ মোদি সরকার (modi government) উদ্যোগ নিয়েছে, করোনা সংক্রমণ ঠেকানোর জন্য ভারতীয় রেলে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক পোস্ট কোভিড কোচ।
এই মুহুর্তে করোনা ভাইরাস সংক্রমণ কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি সংক্রমণের গ্রাফ যেভাবে উর্দ্ধমুখী তাতে কতদিনে এই ভাইরাসের কবল থেকে মানুষ রেহাই পাবে হলফ করে বলতে পারছে না কেউই। বরং করোনার সাথে তাল মিলিয়েই মানিয়ে নিতে হবে আমাদের জীবন যাত্রা। তাই এবার রেলও তৈরি হতে চলেছে নতুন লড়াইয়ের লক্ষ্যে।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে রেল তৈরি করতে চলেছে বিশেষ কোচ। এই কোচগুলি তৈরি হবে পাঞ্জাবের কাপুরথালাতে। যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ভাইরাস যাত্রীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই এই কোচ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল। আপাতত বিশেষ কয়েকটি রুটে এই নতুন কোচগুলি চলবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে রেলের বহু রুটে এই কোচ চলতে পারে।
কেমন হতে চলেছে নতুন এই কোচ
এই আধুনিক পোস্ট কোভিড কোচের জানালা, দরজার ছিটকিনি ও হাতলে থাকছে তামার প্রলেপ। যেহেতু কপার কোটেড বস্তুর ওপর করোনা ভাইরাস বেশীক্ষণ বাঁচতে পারে না তাই এই ব্যাবস্থা। পাশাপাশি কোচে বাতাসকে শুদ্ধ ও সতেজ রাখতে প্লাজমা এয়ার পিউরিফায়ার লাগানো থাকবে। টাইটেনিয়াম ডাই অক্সাইডের প্রলেপ থাকছে সিটে। বেসিন ও টয়লেটের বেশীর ভাগটাই হাত দিয়ে স্পর্শ করতে হবে না। ওয়াশ বেসিন-এও থাকছে তামার প্রলেপ।