বাংলা হান্ট ডেস্ক: প্রতি ঘন্টায় বিভিন্ন স্টেশনে কত সংরক্ষিত শ্রেণী টিকিট বুকিং হচ্ছে এবার সেই জন গুলোর হিসেব জানতে চাইলো রেলমন্ত্রক। কারণ গত ফেব্রুয়ারি মাসে নিউ দিল্লি স্টেশনের মতন পরিস্থিতি যাতে আর না ঘটে, তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে (Indian Railway)।
অসংরক্ষিত যাত্রীদের চাপ সামলাতে রেলের নতুন উদ্যোগ (Indian Railway)
কারণ কিছুদিন আগে ছট পুজো উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য যাত্রীদের ভিড় লাগান ছাড়া হবে বলে আগেই আন্দাজ করেছিল রেল কর্তৃপক্ষ (Indian Railway)। তাই এই ভিড় মাত্রা ছাড়া হতেই আরও বেশি সতর্ক হয়েছে রেল বোর্ড। শুধুমাত্র যে কন্ট্রোলরুম খোলা হয়েছে তা নয়। পাশাপাশি মিনি কন্ট্রোল রুম খুলেও এই পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে।

আরও পড়ুন: অফিস টাইমে সিগন্যালে বিভ্রাট! দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রইল মেট্রো
এছাড়াও পরিস্থিতির ওপর করা নজরদারি চালানোর পরামর্শ দাওয়া হয়েছে রেল জোন ও ডিভিশন গুলিকে। কারণ আগামী মাসি বিহারের গুরুত্বপূর্ণ বিধানসভার নির্বাচন। ফলে আসন্ন ছট পুজোকে রীতি-নীতির হাতিয়ার করে মরিয়া কেন্দ্র সরকার।
অর্থাৎ ভোটের নির্ঘটন ঘোষণার আগেই প্রধানমন্ত্রী যেমন বিহারের জন্য কার্যত কল্পতরু হয়ে উঠেছিলেন। তেমন এই ছট পূজা উপলক্ষে বিহার বাসীর জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতে কোমর বেঁধেছে রেলমন্ত্রক। আর এই উৎসবের মরশুমে হাজার হাজার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা ইতিমধ্যে করা হয়েছিল রেলের (Rail) তরফ থেকে।
যদিও একটি বড় অংশই চলেছে বিহার অভিমুখের দিকে। আর এই পরিস্থিতিতে প্রতি ঘন্টায় ও সংরক্ষিত শ্রেণীর টিকিট বুকিং এর হিসেব জানতে চাওয়ার বিষয়টি উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত এই বিষয়ে ইতিমধ্যেই একটি নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি কতগুলো ট্রেন চালানো হচ্ছে ও কতগুলি অসংরক্ষিত শ্রেণীর টিকিট বুকিং করা হচ্ছে সেই বিষয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত আপডেট রেলমন্ত্রকে জানাতে হবে (Indian Railway)।













