টিকিট কনফার্ম হবেই! বন্দে ভারত এক্সপ্রেসে এল বড় বদল, বহুদিনের দাবি পূরণ

Published on:

Published on:

Indian Railway now booking a ticket for Vande Bharat Express will confirm

বাংলা হান্ট ডেস্ক: যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বদ্ধপরিকর ভারতীয় রেল (Indian Railways)। এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল রেল। ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত (Vande Bharat)। এই ট্রেনটি এক্সপ্রেস আরও উন্নত ও যাত্রীবান্ধব হতে চলেছে। এবার মাত্র ১৫ মিনিট আগেই টিকিট কাটা যাবে বন্দে ভারতে। এই ঘোষনা হওয়ার পর খুশি যাত্রীরা। আর এই নতুন নিয়ম চালু করেছে দক্ষিন রেলওয়ের তরফ থেকে।

মাত্র ১৫ আগেই কাটা যাবে বন্দে ভারতের টিকিট (Indian Railway)

যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে মাত্র ১৫ মিনিট আগেই কাটতে পারবেন বন্দে ভারতের টিকিট। এমনই নিয়ম চালু করেছে দক্ষিণ রেলওয়ের রিজার্ভেশন ফেসিলিটি। রেল সূত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে। রেল দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে আটটি বন্দে ভারত ট্রেনে এই ব্যবস্থা করা হয়েছে। ১৫ মিনিট আগে টিকিট কাটার ব্যবস্থা করার পাশাপাশি নির্দিষ্ট স্পেশাল থেকে বন্ধ ভারত ছাড়ার পরেও এবার থেকে টিকিট কাটা যাবে। প্রসঙ্গত বর্তমানে যে ব্যবস্থা রয়েছে তাতে ট্রেন ছাড়ার পর নতুনভাবে আর অনলাইনে টিকিট কাটা যায় না।

ধরা যাক, বন্দে ভারত এক্সপ্রেস যদি চেন্নাই এগমোর স্টেশন থেকে ছাড়ে। সে ক্ষেত্রে আগে নিয়ম ছিল, সেকেন্ড চার্ট তৈরি হওয়ার আগে পর্যন্ত কোন টিকিট কাটা যাবে না। তবে নতুন নিয়ম হওয়ার পর, এবার থেকে ট্রেন যদি সকাল ৫টায় ছাড়ে, তাহলে ভোর ৪টে ৪৫ পর্যন্ত টিকিট কাটা যাবে। পাশাপাশি যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে, ওই ট্রেনে যদি সিট ফাঁকা থাকে তাহলে আপনি অনলাইন বুকিং সিস্টেমে তা বুক করতে পারবেন।

Indian Railway now booking a ticket for Vande Bharat Express will confirm

আরও পড়ুন: কিভাবে বুঝবেন আপনি অবসাদে ভুগছেন কিনা? ‘ডিপ্রেশন রুম সিনড্রোম’ এর লক্ষণ গুলি কি কি? বুঝুন এই ভাবে

প্রসঙ্গত, এই নতুন নিয়ম প্রাথমিকভাবে চেন্নাই সেন্ট্রাল-বিজয়ওয়াড়া বন্দে ভারত এক্সপ্রেস, চেন্নাই এগমোর-নাগেরকোলি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটুর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-তিরুঅনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন গুলিতে চালু করা হয়েছে।