বাংলা হান্ট ডেস্ক: কোথাও যাওয়ার হলে ট্রেনের টিকিট অনেক আগে থেকেই কেটে ফেলা হয়। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় যাত্রার দিন পরিবর্তন করতে হয়। এমন পরিস্থিতিতে ট্রেনে কনফার্ম টিকেট বাতিল করা ছাড়া উপায় থাকে না। তবে এবার আর যাত্রীদের এই সমস্যায় পড়তে হবে না। কারণ ভারতীয় রেলের (Indian Railway) তরফ থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হল। সম্প্রতি ভারতীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এনডিটিভি কে জানিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকে আগের থেকে কেটে রাখার টিকিটে যাত্রার দিন পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। আর এই খবর জানাজানি হওয়ার পর থেকে খুশি হয়েছেন যাত্রীরা।
এবার টিকিট বাতিল ছাড়া বদলানো যাবে যাত্রার দিন (Indian Railway)
রেলমন্ত্রী আরও জানান, এই যাত্রার দিন পরিবর্তন করার জন্য কোনরকম অতিরিক্ত খরচ করতে হবে না। অনলাইনের মাধ্যমে নিজেরাই যাত্রার দিন পরিবর্তন করতে পারবেন যাত্রীরা (Indian Railway)। কারণ বর্তমানে যে নিয়ম রয়েছে, সেখানে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল হলে টিকিট বাতিল করা ছাড়া আর কোন উপায় থাকে না। সেখানে কনফার্ম হওয়া টিকিট বাতিল করলে নির্দিষ্ট হরে কিছু টাকা কেটে নেয় রেল।
আরও পড়ুন: ভিটামিন ডি-র ঘাটতি বুঝে নিন শরীরের কিছু ইঙ্গিতে, সতর্ক থাকুন সময় থাকতেই
এর ফলে পরিকল্পনাও ধাক্কা খায়। পাশাপাশি অনেকগুলো টাকাও বেরিয়ে যায় মধ্যবিত্তের পকেট থেকে। তাই যাত্রীদের কথা মাথায় রেখে নতুন নিয়ম বলে জানিয়ে দিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘বর্তমানে যে নিয়ম রয়েছে, তা অন্যায্য, যাত্রীদের স্বার্থের পরিপন্থী। নয়া নীতি চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাত্রার দিনক্ষণ পাল্টানো গেলেও, সেই টিকিট কনফার্ম হবে কি না, তার গ্যারান্টি নেই বলেও জানিয়েছেন।’
Cabinet approved four railway projects today:
🛤️ Bhusaval – Wardha: 3rd & 4th line
🛤️ Gondia – Dongargarh: 4th line
🛤️ Vadodara – Ratlam: 3rd & 4th line
🛤️ Itarsi – Bhopal – Bina: 4th lineThese projects will strengthen the major corridors of Bharatiya Rail & lower the… pic.twitter.com/q8Zw9ORxRA
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 7, 2025
অর্থাৎ নতুন যে তারিখ দেওয়া হবে, তাতে আগে থেকে কত বুকিং হয়ে রয়েছে। তার উপরই টিকিট কনফার্ম হওয়া নির্ভর করছে বলে জানিয়েছেন। পাশাপাশি, নতুন টিকিটের দাম যদি বেশি হয়, তাহলে বাড়তি টাকা মেটাতে হবে যাত্রীকে। তবে শুধুমাত্র টিকিটেরই দিনক্ষণ পরিবর্তনই লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে রেলমন্ত্রী আশাবাদী।
তিনি জানান, কনফার্ম হয়ে যাওয়ার টিকিট যদি যাত্রার ৪৮ থেকে ১২ ঘন্টা আগে বাতিল করা হয়। সেখানে ২৫ শতাংশ টাকা কেটে নেয় রেল (Rail)। আর ১২ থেকে ৪ ঘন্টা আগে টিকিট বাতিল করলে আরও বেশি টাকা কাটা হয়। এমনকি রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পর টিকিট ক্যানসেল করলে আর কোন টাকা ফেরত পাওয়া যায় না (Indian Railway)।