১২ মে থেকে শুরু হচ্ছে ট্রেন পরিষেবা, ১৫ টি শহরে দৌড়াবে প্যাসেঞ্জার ট্রেন

ভারতে লকডাউন কবে শেষ হবে, কবে সমস্ত পরিষেবা চালু হবে সেই নিয়ে নানা জল্পনা চলছে। তবে এর মধ্যেই ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটা বড় খবর সামনে আসছে। খবর অনুযায়ী, ১২ ই মে থেকে আংশিকভাবে রেল পরিষেবা শুরু হবে। বলা হয়েছে, ১২ ই মে থেকে, নয়াদিল্লি থেকে 15 টি শহরের দিকে রওনা দিয়ে বিশেষ ট্রেন চলাচল করবে।

নয়াদিল্লি স্টেশন থেকে হাওড়া, পাটনা, আগরতলা, ডিব্রুগড়, রাঁচি, বিলাসপুর, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মুর উদ্যেশে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা যাচ্ছে। টিকিট বুকিংয়ের বিষয়েও বেশ কিছু তথ্য প্রদান করা হয়েছে।

১১ ই মে বিকেল ৪ টে থেকে টিকিট বুকিং শুরু হবে বলে জানানো হয়েছে। ১২ মে এর পর অন্যান্য রুটে ট্রেন চালু হবে কিনা সেই বিষয়ে আলোচনা করা হবে।

জানিয়ে দি, লকডাউনের কারণে ২২ শে মার্চ রাত থেকে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যা আবার ১২ মে থেকে আংশিকভাবে শুরু করার সিধান্ত নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর