বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়েতে (Indian Railway) জুড়তে চলেছে নতুন পালক। কারণ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উন্নত রিমোটালি অপারেট রোবোটিক মেডিক্যাল প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ রেলওয়ে ব্রিজের আন্ডারওয়াটার কাঠামো পরিদর্শন সফল হল। আর এবার ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত বিখ্যাত সরাইঘাট ব্রিজের মতন গুরুত্বপূর্ণ সেতু ও আলিপুর ডিভিশনের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। এবার সেই সেতু গুলোর পরিকাঠামোর জন্য জলের তলায় পরিদর্শন করা অপরিহার্য হয়ে পড়ছে। যার ফলে এই সেতুগুলির নিচে টেকনোলজির ব্যবহার করতে চলেছে রেল কর্তৃপক্ষ।
জলে ডুবে থাকা রেল সেতুর নিরাপত্তায় এবার নজরদারি রোবটের (Indian Railway)
এবার যে কাজটি মানুষ কখনোই করতে পারেনি, সেই কাজটি করে দেখাবে টেকনোলজি। অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway) ব্রিজের নিচের পরিকাঠামো দর্শন করতে ব্যবহার করল রোবট। এই ঐতিহাসিক কাজটি করা হল সরাইঘাট ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত ভারতের প্রথম রেলসহ সড়ক ব্রিজ। যা ১.৪৫ কিলোমিটার পর্যন্ত লম্বা ও পান্ডু ও আমি না কাউকে সংযুক্ত করে।
মূলত উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল সড়ক লাইফ লাইনের মধ্যে একটি একটি অন্যতম। এর নিরীক্ষক আরওআরভি জরিপ, লিডার, থার্মার ইমেজিং, গ্ৰাউন্ড পেনিট্রেটিং রাডার ও আল্ট্রাসনিক পালস ভেলোসিটি পরীক্ষার সমন্বয়ে ব্যবহার করে প্রদর্শন করা হয়েছিল।

আরও পড়ুন: স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফুলকপি রান্নার আগে এই ধাপগুলো মানুন, স্বাদ ও পুষ্টি দুইই রক্ষা হবে
এটি মূল্যায়ন গুলিকে পিয়ার ক্যাপ, কুপের ভিত্তি ও পানির নীচের পর্যন্ত পাশাপাশি সুপার স্ট্রাকচারস প্রেস পয়েন্ট ও ডেট কম্পনেন্টসের অন্তর্ভুক্ত ছিল। যার মধ্যে আলিপুরদুয়ার ডিভিশনে ১৮টি গুরুত্বপূর্ণ ব্রিজে পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হয়েছে। আর সেখানে আরওআরভি ডুবে যাওয়া স্তম্ভ ও নদীর তল এবং সম্ভাব্য ত্রুটির হাই রেজোলিউশনের ভিজুয়াল ক্যাপচার করেছে। আর এই সমস্ত কাঠামোতে জলের নিচের কোন অংশের বড় ত্রুটি এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি।
যদিও, ২০২৪-২৫ সালে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আরওআরভি ব্যবহার করে ১৩টি ব্রিজের পরিদর্শন করেছে। পাশাপাশি ২০২৫-২৬ সালে, ইতিমধ্যেই ৩৪টি অতিরিক্ত ব্রিজ পরিদর্শন করা হয়েছে। আর এই তথ্যগুলি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাঠামোগত অবস্থা পর্যবেক্ষণের নির্ভুলতা বৃদ্ধি করে। একইসঙ্গে সময়োপযোগী প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। যা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সমগ্র অঞ্চলে প্রধান ব্রিজগুলির ধারাবাহিক সুরক্ষা এবং স্থায়িত্ব নিশ্চিত করতে আধুনিক পরিদর্শন প্রযুক্তি ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ (Indian Railway)।












