তারকেশ্বর–আরামবাগ রুটে টানা লোকাল ট্রেন বাতিল, হাওড়া ডিভিশনের প্রকাশিত পূর্ণ লিস্ট

Published on:

Published on:

Indian Railway the list of train cancellations on the Tarakeswar–Arambagh line has been published
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের ক্ষেত্রে বহু মানুষের কাছে ট্রেন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম (Indian Railway)। কারণ নিত্যদিনের বিভিন্ন কাজের জন্য লক্ষ লক্ষ মানুষ এই লোকাল ট্রেনে ভ্রমণ করে থাকেন। তাই কোন সময় ট্রেন পরিষেবা ব্যাহত হলে বড়সড় সমস্যার মুখে পড়তে হয় জনসাধারণকে। এছাড়াও বিগত কয়েক সপ্তাহান্তে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ডিভিশনের একাধিক শাখায়। আর এবার ১৩ বা ১৪ ডিসেম্বর একাধিক লোকাল বাতিল থাকছে। এবার জেনে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে।

তারকেশ্বর–আরামবাগ লাইনে ট্রেন বাতিলের তালিকা প্রকাশ (Indian Railway)

পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যে বিবৃতি জারি করা হয়েছে যে শনি ও রবিবার ট্রাফিক ও পাওয়ার ব্লকের কথা (Indian Railway) । আর এর সব থেকে বেশি প্রভাব পড়বে হাওড়ার মেইন লাইনে। এছাড়া শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে সেতু মেরামতের কাজ চলবে। যার কারণবশত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দেখে নিন পুরো তালিকা।

Indian Railway the list of train cancellations on the Tarakeswar–Arambagh line has been published

আরও পড়ুন: পোস্তর ঘ্রাণে রসালো মাটন, দুপুরের ভোজে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি

তারকেশ্বর–হাওড়া: ৩৭৩৫২, ৩৭৩৫৪

হাওড়া–তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১

১৪ ডিসেম্বর রবিবার বাতিল খাতায় থাকছে যে সমস্ত লোকাল ট্রেন

তারকেশ্বর–হাওড়া: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮

তারকেশ্বর–শেওড়াফুলি: ৩৭৪১২, ৩৭৪১৬

গোঘাট–হাওড়া: ৩৭৩৭২

আরামবাগ–হাওড়া থেকে: ৩৭৩৬০

হরিপাল–হাওড়া থেকে: ৩৭৩০৮

হাওড়া–গোগহাট থেকে: ৩৭৩৭১

হাওড়া–তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫

হাওড়া–আরামবাগ: ৩৭৩৫৯

শেওড়াফুলি–তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫

হাওড়া–হরিপাল: ৩৭৩০৭

তাছাড়া ৩৭৩৭৩ লোকাল হাওড়া তারকেশ্বরের মাঝেও আংশিক ভাবে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। পাশাপাশি ১৪ ডিসেম্বর ট্রেনটি হাওড়া থেকে না গিয়ে তারকেশ্বর থেকে সকাল ৯:১০ ছাড়বে। একই সঙ্গে ৩৭৩২৪ ট্রেনটি ওই দিন সকাল ৯:৩২-এর পরিবর্তে ৯:৪২-এ ছাড়বে। এই দুইদিন বাতিল লিস্ট চেক করে বের করতে হবে, প্রত্যেকটি নিত্য যাত্রীকে। এর ফলে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে।