হঠাৎ লাইনচ্যুত ট্রেনের বগি, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল রেল

Published on:

Published on:

Indian Railway train carriage suddenly derailed but the railway narrowly averted a major accident
Follow

বাংলা হান্ট ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল পরিষেবা (Indian Railway)। সাঁতরাগাছি রেল ইয়ার্ডের দিকে যাওয়ার সময় ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়। যারফলে ওই লাইনে দীর্ঘক্ষণের জন্য পরিষেবা ব্যাহত থাকে। এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরেই ঘটনাস্থলে যান রেলের আধিকারিকেরা।

লাইনচ্যুতির মুহূর্তে আতঙ্ক, বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম রেল কর্তৃপক্ষ (Indian Railway)

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। সাঁতরাগাছি স্টেশনের কাছে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মপুকুর স্টেশন থেকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল একটি ট্র্যাক মেইনটেন্যান্স ট্রেন। আর যাওয়ার পথেই ঘটে বিপত্তি। সাঁতরাগাছির দিকে যাওয়ার পথেই বাকসারা লেভেল ক্রসিং এর কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেনের দুটি কোচ (Indian Railway)।

 Indian Railway train carriage suddenly derailed but the railway narrowly averted a major accident

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন অক্স চা বাগান থেকে, সোনাদা থেকে মাত্র কয়েক মিনিটে

এই ঘটনার পর রেলের আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনের গতি কম থাকার ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। পাশাপাশি ঝাঁকুনি দিয়ে ট্রেনটি আপ লাইনের উপর দাঁড়িয়ে যায়। যার কারণবশত শালিমার এবং সাঁতরাগাছি স্টেশন এর মধ্যে বন্ধ হয় ট্রেন পরিষেবা।

যদিও এই লাইনচ্যুতোর প্রভাব পড়ে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের ট্রেন চলাচলের ওপর। এমনিতেও হাওড়া-খড়্গপুর লাইনে ট্রেন বর্তমানে দেরিতে চলাচল করছে। তার ওপর মঙ্গলবারের এই ঘটনার পর আপ ও ডাউন দুই লাইনে বেশ কয়েকটি ট্রেন বেশ দেরিতে চলাচল করছে।

এছাড়াও ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর আসার পরে ঘটনাস্থলে যায় রেলের আধিকারিকেরা। পাশাপাশি সাঁতরাগাছি রেল ইয়ার্ড থেকে পাঠানো হয় অ্যাসিডেন্ট রিলিফ ট্রেন। যুদ্ধকালীন তৎপরতায় সেই ট্রেনের কোচগুলোকে লাইন থেকে সরানো হয় (Indian Railway)।