যাত্রীদের ভোগান্তি! বছরের প্রথমেই ৩ দিনের জন্য বাতিল হাওড়া ডিভিশনের ২০ টি লোকাল

Published on:

Published on:

Indian Railways 20 local trains cancelled in Howrah fears of passenger inconvenience
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর পড়তে না পড়তে যাত্রীদের জন্য বড় আপডেট। পূর্ব রেলের তরফ থেকে ঘোষণা করা, হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখার পরিকাঠামোর কাজের কারণে তিনদিন ২০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। যারফলে সমস্যার সম্মুখীন হতে হবে নিত্যযাত্রীদের।

হাওড়ায় ২০টি লোকাল বাতিল, যাত্রী ভোগান্তির আশঙ্কা (Indian Railways)

রেলের তরফ থেকে জানানো হয়েছে, তারকেশ্বর স্টেশনে ওভারব্রিজ বসানোর কাজের জন্য শনিবার থেকে সোমবার পর্যন্ত রাতেই ৪ ঘন্টা ৩০ মিনিট করে পাওয়ার ব্লক করে নেওয়া হচ্ছে। পাশাপাশি আরামবাগ-মায়াপুর স্টেশনের মাঝে সাবওয়ে নির্মাণ কাজের জন্য শনিবার ও রবিবারের মাঝের রাতে ৮ ঘন্টা ১৫ মিনি ট্রাফিক ও পাওয়ার ব্লক কার্যকর করা থাকবে (Indian Railways)।

Indian Railways 20 local trains cancelled in Howrah fears of passenger inconvenience

আরও পড়ুন: জনজোয়ারে ইতিহাস গড়ার পূর্বাভাস! গঙ্গাসাগরে পুণ্যস্নান কখন? জানালেন পুরোহিত

এর ফলে তারকেশ্বর শাখায় শনিবার রাতে ৩ টি , রবিবার ১২ টি ও সোমবার ৫ টি লোকাল অর্থাৎ, মোট ২০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবার দেখে নিন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন ট্রেন বাতিল থাকছে।

রবিবার বাতিল ট্রেনের তালিকা:

৩৭৩৭৩ (হাওড়া–গোঘাট), ৩৭৩৭৪ (গোঘাট–হাওড়া), ৩৭৪০১ (তারকেশ্বর–গোঘাট), ৩৭৪২১ (তারকেশ্বর–আরামবাগ), ৩৭৩৭২ (গোঘাট–তারকেশ্বর), ৩৭৩৫১ (হাওড়া–তারকেশ্বর), ৩৭৪০২ (গোঘাট–তারকেশ্বর), ৩৭৪২২ (আরামবাগ–তারকেশ্বর), ৩৭৩৭১ (হাওড়া–গোঘাট), ৩৭৩১২ (তারকেশ্বর–হাওড়া), ৩৭৪১৪ (তারকেশ্বর–শেওড়াফুলি), ৩৭৪১৩ (শেওড়াফুলি–তারকেশ্বর)।

সোমবার বাতিল ট্রেনের তালিকা:

৩৭৩১২ (তারকেশ্বর–হাওড়া), ৩৭৪১৪ (তারকেশ্বর–শেওড়াফুলি), ৩৭৪১৩ (শেওড়াফুলি–তারকেশ্বর), ৩৭৪০১ (তারকেশ্বর–গোঘাট), ৩৭৪০২ (গোঘাট–তারকেশ্বর)। এই ট্রেন বাতিল থাকার ফলে যাত্রীরা যাত্রার আগে ট্রেনের আপডেট দেখে বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে রেলের তরফ থেকে (Indian Railways)।