বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতীয় রেলের (Indian Railways) টিকিট বুকিং প্রক্রিয়ায় আসতে চলেছে এক যুগান্তকারী ও বড় পরিবর্তন। বিশেষ করে যারা ছুটির মরশুমে অথবা উৎসবের সময় বাড়ি যাওয়ার জন্য ২ মাস অর্থাৎ ৬০ দিন আগে টিকিট কাটার পরিকল্পনা করেন, তাদের জন্য অত্যন্ত জরুরি খবর। আইআরসিটিসি তরফ থেকে ৬০ দিন আগে টিকিট কাটার প্রকল্পের ওপর নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা জানানো হয়েছে, আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করা থাকলে যাত্রীরা আর আগের মতন সুবিধা পাবেন না। এই নতুন নিয়ম কার্যকর হবে ১২ জানুয়ারি থেকে।
টিকিট কাটার নিয়মে পরিবর্তন! ৬০ দিনের আগের বুকিংয়ে বড় আপডেট (Indian Railways)
আগামী ১২ জানুয়ারি থেকে ৬০ দিনের আগে বুকিং শুরুর দিনে টিকিট কাটে নিয়ে আসা হয়েছে বড় পরিবর্তন। এই পরিবর্তন সম্পর্কে রেলওয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Indian Railways)। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল ব্যবহারকারীদের আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা বুকিং শুরুর দিন সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত কোন টিকিট কাটতে পারবেন না।

আরও পড়ুন: হাত দিলেই ছ্যাঁকা! বিয়ের মরশুমের আগে আগুন ছোঁয়া সোনার দাম, জানুন আজকের লেটেস্ট প্রাইস
অর্থাৎ বুকিং উইন্ডো খোলার ১৬ ঘন্টা পুরোপুরি তারা ব্লক থাকবেন। এরপর তাদের টিকিট কাটায় সুযোগ মিলবে রাত ১২টার পর। অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী পরের দিন তারা টিকিট কাটতে পারবেন। যদিও এই সিদ্ধান্ত হঠাৎ করে নেয়নি রেল কর্তৃপক্ষ। গত বছর অক্টোবর মাস থেকে ধাপে ধাপে এই নিয়ম শুরু হয়েছে। এই নিয়মের মূল উদ্দেশ্য হল কালোবাজারি বন্ধ করা এবং যাত্রীদের সুবিধা প্রদান করা।
নতুন নিয়ম অনুযায়ী ১ অক্টোবর ২০২৫ প্রথমে নিয়ম ছিল যাদের আধারের সঙ্গে লিঙ্ক নেই আইআরসিটিসির, তারা সকাল ৮:০০ পরিবর্তে ৮:১৫ মিনিটের পর টিকিট কাটতে পারবেন। এরপর সেই নিয়ম ১২ অক্টোবর সময়সীমা বাড়িয়ে ৩০ মিনিট করা হল। অর্থাৎ যাদের লিঙ্ক করা নেই তারা ৮:৩০ মিনিটের পর টিকিট কাটতে পারবেন। এরপর ২৮ অক্টোবর সেই সময় সীমা বাড়িয়ে দু’ঘণ্টা করা হল। সেখানে লিঙ্ক না থাকলে সকাল ১০টার আগে এসি বা স্লিপার কোচে টিকিট কাটা যাবে না।
নতুন এই নিয়মের ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছেন রিয়েল কর্তৃপক্ষ। উৎসবের মরশুমে পুরী, দার্জিলিং এ যাওয়ার সময় উত্তর প্রদেশ ও বিহার গ্রামীণ ট্রেনগুলোর টিকিট সাধারণত বুকিং শুরুর ৫-১০ মিনিটের মধ্যে সব টিকিট বুক হয়ে যায়। যেখানে সকাল ৮ টায় লগইন করলে কনফার্ম টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। এবার সেখানে পরের দিন টিকিট কাটতে গেলে কনফার্ম সিট পাওয়া সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসবে। তবে যাত্রীদের জন্য পরামর্শ, শেষ মুহূর্তে হয়রানি এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব আইআরসিটিসির প্রোফাইলের সঙ্গে আধার কেওয়াইসি লিঙ্ক করিয়ে নিন। এর ফলে আপনারা সহজেই টিকিট কাটতে পারবেন কোন ঝামেলা ছাড়াই (Indian Railways)।












