বাংলাহান্ট ডেস্ক : উৎসবের আবহে একের পর এক রুটে ট্রেন (Indian Railways) বাতিলের খবরে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। আগামী সপ্তাহের শুরুতেই ফের হাওড়া ডিভিশনে বাতিল হতে চলেছে ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু ট্রেন (Indian Railways) বাতিল এবং কিছু ট্রেনের সময় বদল করার ঘোষণা করা হয়েছে।
রক্ষণাবেক্ষণের জেরে ট্রেন (Indian Railways) বাতিল
জানা যাচ্ছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম এবং সমুদ্রগড় স্টেশনের মাঝে হবে রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে মাঝে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকছে। রেলের (Indian Railways) বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে মোট ৭ দিনের জন্য পাওয়ার ব্লক থাকবে। কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?

কোন ট্রেন বাতিল: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ এবং ২৫ নভেম্বর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ এবং কাটোয়া থেকে ৩৭৭৪২ ট্রেনগুলি বাতিল থাকবে। কিছু ট্রেনের (Indian Railways) সময় বদল হচ্ছে। ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ছাড়ার কথা ছিল ৪ টে ৩০ এ। ওই সময়ের পরিবর্তে ৫ টা ২০ তে ছাড়বে এই ট্রেন।
আরও পড়ুন : আধার থেকে মেট্রো পরিষেবা, নভেম্বর থেকেই একগুচ্ছ বদল, বিপাকে পড়ার আগে জানুন আপডেট
বদল হচ্ছে সময় : পাওয়ার ব্লক চলার সময় স্পেশাল ট্রেন বা দেরিতে যে ট্রেন (Indian Railways) গুলি চলবে সেগুলির রুট পরিবর্তন করা হবে বলেও জানিয়েছে রেল। তবে জানা যাচ্ছে, আরও আগেই এই কাজ হওয়ার কথা ছিল। ১৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু শেষমেষ রাসপূর্ণিমার কারণে বদলানো হয় সময়।
আরও পড়ুন : কথা রাখলেন দেব, ‘রঘু ডাকাত’ এর ট্রেলার লঞ্চের অর্থ গেল টেকনিশিয়ানদের জন্য, কত টাকা উঠেছিল জানেন?
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সময়ে যেহেতু কোনও ট্রেন বাতিল হচ্ছে না, তাই ওই সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এদিকে আগের সময় বদলে নতুন সময়ে ট্রেন বাতিলের ঘোষণা হওয়ায় সপ্তাহের শুরুতে বড় সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন নিত্যযাত্রীরা।












