বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষের দিকে ফের ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। হাওড়া ডিভিশনে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কয়েকদিন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এর ফলে যাত্রীদের আগে থেকেই ট্রেনের সময় ও অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য বড় সিদ্ধান্ত রেলের (Indian Railways)
ভারতীয় রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণেই ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১০ দিন পর্যায়ক্রমে প্রতিদিন ২১০ মিনিট করে ট্রাফিক ব্লক করা হবে। এর জেরেই লোকাল ও কিছু এক্সপ্রেস ট্রেন বাতিল বা নিয়ন্ত্রিত করা হচ্ছে।
রেলের দেওয়া তথ্য অনুযায়ী ২১ থেকে ২৪ ডিসেম্বর যে লোকালগুলি বাতিল সেগুলি হল –
- ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯
- কাটোয়া থেকে: ৩৭৭৪৮
২৭, ৩০ ও ৩১ ডিসেম্বর যে লোকালগুলি বাতিল সেগুলি হল –
- ব্যান্ডেল থেকে: ৩৭৭৪১
- কাটোয়া থেকে: ৩৭৭৪২
কোন লোকাল ট্রেনের সময় বদলাচ্ছে?
রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২২ ও ২৩ ডিসেম্বর ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল নির্ধারিত সময় দুপুর ২টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টায় ছাড়বে। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত হবে। সেগুলি হল –
- ২৯ ডিসেম্বর: ১৩৪২১ নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রিত।
- ২৭, ২৮, ৩০ ও ৩১ ডিসেম্বর: ১৩৪৩১ নবদ্বীপ ধাম-বালুরঘাট এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রিত থাকবে।
এছাড়া রেল (Indian Railways) সূত্রে খবর, হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণের জন্য ২১ ডিসেম্বর শনিবারও বহু ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল –
- হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩
- ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭৭৪৯
- বর্ধমান থেকে: ৩৬৮৩৪
- শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬
- আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬
- কাটোয়া থেকে: ৩৭৭৪৮
আর কোন কোন ট্রেনযাত্রা পরিবর্তন হবে?
- ৩৭৩৬৫ হাওড়া-আরামবাগ লোকাল ২১ ডিসেম্বর তারকেশ্বর স্টেশনেই যাত্রা শেষ করবে।
- ৫৩০০৯ কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার নির্ধারিত দুপুর ১২টার বদলে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে।

আরও পড়ুনঃ SIR প্রক্রিয়ায় বাড়তি পাহারা, বাংলা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের
রেলের এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী কয়েকদিন হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন থাকছে। তাই যাত্রীদের যাত্রার আগে ট্রেনের আপডেট দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।












