গঙ্গাসাগর মেলা স্পেশ্যাল, ভিড় সামলাতে চলবে রোজ ১৮ টি গ্যালোপিং লোকাল, প্রকাশ্যে সময়সূচী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গতকাল থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এই পুণ্য তিথি উপলক্ষে বহু ভক্তদের ভিড় জমে এখানে। সেই উপলক্ষে পূর্ব রেলের তরফে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, গঙ্গাসাগর মেলা চলাকালীন সাতদিন ধরে মেলা স্পেশ্যাল ট্রেন (Indian Railways) চালানো হবে। প্রতিদিন ১৮ টি করে গ্যালোপিং ইএমইউ ট্রেন চলবে এই কদিন। ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চালানো হবে ট্রেন।

গঙ্গাসাগর মেলার জন্য রেলের (Indian Railways) বিশেষ উদ্যোগ

রেলের তরফে জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখা, কলকাতা স্টেশন, নামখানা এবং কাকদ্বীপ এই চারটি স্টেশন থেকেই বিভিন্ন দিকে ১৮ টি স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদহ দক্ষিণ থেকে ৬ টি, কলকাতা স্টেশন থেকে ২ টি, নামখানা থেকে ৯ টি এবং কাকদ্বীপ থেকে ১ টি ট্রেন ছাড়বে।

Indian railways arranged special emu trains for gangasagar

কখন কখন চলবে ট্রেন: পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ থেকে নামখানাগামী ট্রেন (Indian Railways) ছাড়বে সকাল ৬:১৫, ১০:৪৫, রাত ১২:০১, রাত ১:২৩, রাত ২:৫৫ এবং দুপুর ২:৪০ এ। কলকাতা স্টেশন থেকে নামখানার উদ্দেশে ছাড়বে সকাল ৭:৩৫ এবং রাত ৯:৩০ মিনিটে।

আরও পড়ুন : ট্রাম্পের কারণেই শেয়ার বাজারে রক্তক্ষরণ? ৪ দিনেই উধাও ৯ লক্ষ কোটি, মাথায় হাত বিনিয়োগকারীদের

প্রকাশ্যে এল টাইমটেবিল: নামখানা থেকে শিয়ালদহ দক্ষিণের উদ্দেশে চলবে মোট ৯ টি ট্রেন (Indian Railways)। প্রকাশ্যে এসেছে টাইমটেবিলও। সকাল ৯:১০, ১১:১৮, দুপুর ১:৩৫, সন্ধ্যা ৬:৩৫, রাত ১০:১০, রাত ১২:০৭, রাত ১:০৬, রাত ১:২৫, রাত ২:৫২ মিনিটে চলবে ট্রেনগুলি। এছাড়াও কাকদ্বীপ থেকে শিয়ালদহ দক্ষিণের উদ্দেশেও ছাড়বে একটি স্পেশ্যাল ট্রেন।

আরও পড়ুন : দাম দিয়ে কিনতে হবে না, এই পদ্ধতিতে বাড়িতেই বানান মোয়া, জয়নগর ফেল!

আগামী ১১ জানুয়ারি শিয়ালদহ বিভাগে কয়েকটি অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানো হবে। শিয়ালদহ-বারুইপুর মাতৃভূমি, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর-নামখানা, লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ এবং নামখানা-লক্ষ্মীকান্তপুর রুটগুলিতে এদিন চলবে বিশেষ ট্রেন। গ্যালোপিং স্পেশ্যাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্তপুর এবং কাকদ্বীপ স্টেশনে স্টপেজ দেবে।