ভোটের আগে যাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত ট্রেন চালুর ঘোষণা রেলের

Published on:

Published on:

Indian Railways before elections the railways announce the Sealdah-Varanasi Amrit Bharat train
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ এ হবে বিধানসভার ভোট। আর এবারব বঙ্গে ভোটের আগে ভ্রমণ পিপাসু বাঙালির জন্য মোদি সরকারের এক বিশেষ উপহার। কম সময়েও সস্তায় এবার বারাণসী ভ্রমণ হাতের মুঠোয়। কারণ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এরপর একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা (Indian Railways)। যার মধ্যে একটি ট্রেন শিয়ালদা ও বারাণসীর মধ্যে চলাচল করবে। সূত্রের খবর, চলতি মাসে এই ট্রেনের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে।

ভোটের আগে শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত ট্রেন ঘোষণা রেলের (Indian Railways)

ভ্রমন প্রিয় বাঙালি শুধুমাত্র কি দিঘা অথবা পুরী যেতেই পছন্দ করেন! এই প্রশ্ন উঠলে সমাজ মাধ্যমে মিডিয়া ফিড বলে দিচ্ছে বারাণসীর প্রতিও বাঙ্গালীর একটা আলাদা টান আছে। সেখানকার গঙ্গার আরতি দেখা হোক বা নৌকাভ্রমণ, বর্তমানে বারাণসী ভ্রমনকারীর সংখ্যা বেড়েই চলেছে। এই আবহের মধ্যে বঙ্গবাসীর জন্য ভোটের আগে শিয়ালদহ-বারাণসী অমৃত ভারতের ট্রেনের ঘোষণা করল রেল (Indian Railways)।

Indian Railways before elections the railways announce the Sealdah-Varanasi Amrit Bharat train

আরও পড়ুন: শীতে একঘেয়ে বাঁধাকপির তরকারি খেয়ে মুখে অরুচি? তাহলে বানিয়ে ফেলুন এই ভর্তা, রেসিপি রইল

এই ট্রেনের মাধ্যমে অল্প সময়ে ও কম খরচে বারাণসী যেতে পাবেন যাত্রীরা। যদিও শনিবার ভারতীয় রেলের তরফ থেকে শিয়ালদহ বারাণসী এক্সপ্রেস এর টাইমটেবিলের ঘোষণা করা হয়েছে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ কোচের ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যে ৭:৩০ মিনিটে ছাড়বে। যা বারাণসী পৌঁছবে পরের দিন সকাল ৭:২০ মিনিটে।

অপরদিকে, এই ট্রেনটি বারাণসী থেকে ট্রেনটি ছাড়বে রাত ১০:১০ মিনিটে। যা শিয়ালদহে পৌঁছাবে পরের দিন সকাল ৯:৫৫ মিনিটে। তবে এই ট্রেন সপ্তাহে প্রতিদিন মিলবে না। রেলের দেওয়া নতুন টাইম টেবিল অনুযায়ী, মাত্র তিন দিন এই ট্রেনটির পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদহ-বারাণসী ট্রেনটি প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শনিবার করে যাত্রা করবে।

প্রসঙ্গত, এই দীর্ঘযাত্রা পথের শিয়ালদহ বারাণসী এক্সপ্রেসের মাত্র স্টপেজ থাকছে ছটি। শিয়ালদহ থেকে এই ট্রেনটি ছাড়ার পর প্রথম স্টপেজ হিসেবে দাঁড়াবে দুর্গাপুর, তারপর আসানসোল, মধুপুর, জসিডি, পাটনা ,পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় স্টেশনে। বারাণসী থেকে ছাড়ার পরও একইভাবে এই স্টপেজ গুলোতেই মিলবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ট্রেনের ভাড়া কত হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস এর তুলনায় অনেকটাই সস্তা হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।