বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রথম বুলেট ট্রেন চলা নিয়ে কম সমস্যার সৃষ্টি হয়নি (Indian Railways)। প্রত্যেকবার সম্ভাব্য দিনক্ষণ ঠিক হয়েও কোন না কোন কারণে পিছিয়ে যেতে হয়েছে রেল মন্ত্রককে। তবে এবার নতুন বছরে প্রথমে আরো বেশি আত্মবিশ্বাসী কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। দেশের প্রথম বুলেট ট্রেন পরিচালনার দিনক্ষণ জানিয়ে দিলেন তিনি। এমনকি এই ট্রেন কোথায় দিয়ে চালানো হবে সেই করিডোর ও ঠিক করে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
বুলেট ট্রেন নিয়ে বড় খবর, চালুর দিন ঘোষণা রেলমন্ত্রীর (Indian Railways)
বছর পড়তে না পড়তে ভারতীয় রেলের (Indian Railways) এক যুগান্তকারী পদক্ষেপে ঘোষনা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে সেপ্টেম্বরে ট্রাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এই ট্রেন ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বাই-আমেদাবাদ ৫০৮ কিমি দীর্ঘ পথে চালানোর উদ্যোগ শুরু হয়।

আরও পড়ুন: সপ্তাহান্তে সোনার দামে বড় চমক! আজ ১ ভরি কিনতে কত খরচ হবে জানেন?
তবে নানান কারণে একের পর এক এই প্রকল্প ডেড লাইন মিস করেছে। এছাড়াও দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে ১.৬ লক্ষ কোটি টাকার উপরে। এছাড়াও এই ট্রেনটি ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানাবিধ কারণে তা শেষ হতে পারেনি।
সূত্রের খবর, আহমেদাবাদ থেকে মুম্বই হাই-স্পিড ট্রেন প্রকল্প দেরি হওয়ার প্রধান কারণ। পাশাপাশি জমি অধিগ্রহণে সমস্যা ও মাঝে দু’বছর কোভিড-এর জন্য কাজ বন্ধ হয়ে থাকা। তবে আপাতত ২০২৭ সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে এগোচ্ছে মোদি সরকার।
এই দিন ঘোষণার সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, মুম্বই থেকে আহমেদাবাদের দূরত্ব মোট ৫৪০ কিলোমিটার। কিন্তু হাইস্পিড রেল করিডোর দিয়ে এই দুই শহরকে জুড়ে দেওয়া যাবে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিটে। এই ট্রেনের মোট ৪টি স্টপেজ রয়েছে। তবে কোনও ক্রমে যদি ১২টি স্টপেজেই ট্রেনটিকে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে সময় লাগবে ২ ঘণ্টা ১৭ মিনিট (Indian Railways)।












