বাংলা হান্ট ডেস্কঃ ট্রেনে যাত্রার সময় পছন্দের সিট না পেয়ে অনেক সময় মন খারাপ হয় যাত্রীদের। কারও ইচ্ছে জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে, কিন্তু ভাগ্যে জোটে আপার বার্থ। আবার কখনও হঠাৎ জরুরি কাজে টিকিট ছাড়াই ট্রেনে উঠতে হয়। এবার এই সমস্ত সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে ভারতীয় রেল (Indian Railways)। এখন থেকে চলন্ত ট্রেনেই জানা যাবে কোন কোচে কতগুলি সিট খালি আছে, তাও সরাসরি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকেই।
কিভাবে জানবেন কোন সিট খালি?
এই সুবিধাটি ব্যবহার করতে হলে যাত্রীদের যেতে হবে ভারতীয় রেলের (Indian Railways) অফিসিয়াল ওয়েবসাইট IRCTC (www.irctc.co.in)-এ। ওয়েবসাইটের হোমপেজে উপরের দিকে দেখা যাবে দুটি বিকল্প, যথা-“PNR Status” এবং “Charts / Vacancy”। এখান থেকে “Charts / Vacancy”-তে ক্লিক করলেই খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে আপনার ট্রেনের নাম বা নম্বর, যাত্রার তারিখ (Journey Date), এবং বোর্ডিং স্টেশন (Boarding Station) সঠিকভাবে দিতে হবে। সব তথ্য দেওয়ার পর “Get Train Chart”-এ ক্লিক করলেই চোখের সামনে খুলে যাবে পুরো ট্রেনের রিজার্ভেশন চার্ট।
রিজার্ভেশন চার্টে কীভাবে বুঝবেন কোন সিট ফাঁকা (Indian Railways)
চার্টে দেখা যাবে প্রতিটি কোচ অনুযায়ী সিটের অবস্থা। বিভিন্ন রঙের মাধ্যমে জানানো হয় কোন সিট বুক করা, কোনটা আংশিক বুকিং, আর কোনটা একদম খালি।
- ছাই রঙ (Ash Color): সম্পূর্ণ যাত্রার জন্য বুক করা সিট।
- হলুদ রঙ (Yellow Color): আংশিক যাত্রার জন্য বুক করা। মাঝের কোনও স্টেশন পর্যন্ত সিটটি খালি থাকতে পারে।
- সবুজ রঙ (Green Color): পুরোপুরি খালি সিট, যা এখনও পর্যন্ত বুক হয়নি।
ধরা যাক, আপনার সিট সাইড আপার, আর আপনি জানলার ধারে বসতে চান। চার্টে যদি সবুজ রঙের লোয়ার বার্থ দেখায়, আপনি চাইলে সেখানে গিয়ে বসতে পারেন। আবার কোনও সিট যদি শিয়ালদা থেকে ফালাকাটা পর্যন্ত বুক করা থাকে, কিন্তু ফালাকাটা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত ফাঁকা দেখায়, তাহলে ওই অংশে আপনি বৈধভাবে সেই সিট ব্যবহার করতে পারবেন।
অনবোর্ড বুকিংয়ের বিশেষ সুবিধা
সব সিট অনলাইনে বুক করা সম্ভব হয় না। কিছু সিটের পাশে লেখা থাকে “TTE on train can book”। এর মানে, ওই সিট কেবলমাত্র ট্রেনে থাকা TTE (Travelling Ticket Examiner)-এর মাধ্যমে বুক করা যায়। তাই যদি কারও টিকিট না থাকে বা সিট বদল করতে চান, তাহলে ট্রেনে উঠে TTE-র কাছে গিয়ে নির্দিষ্ট ভাড়া দিয়ে নতুন টিকিট তৈরি করিয়ে নেওয়া সম্ভব। এতে অতিরিক্ত জরিমানা দিতে হয় না, আর যাত্রাও হয় সম্পূর্ণ বৈধ ও আরামদায়ক।

আরও পড়ুনঃ SIR আতঙ্কে বার্থ সার্টিফিকেটের জন্য হিড়িক, পরিস্থিতি বুঝে নয়া সিদ্ধান্ত নিয়ে নিল পুরসভা
রেল সূত্রে জানা গিয়েছে, এই ফিচারের মাধ্যমে যাত্রীরা আগেভাগেই বুঝতে পারবেন কোন সিট কোথায় খালি আছে। জরুরি পরিস্থিতিতেও সহজে সিটের ব্যবস্থা করা যাবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) এবার এই ডিজিটাল পরিষেবার আরও একধাপ এগিয়ে গেল।













