সমস্যা দিয়ে শুরু নতুন বছর, একাধিক গুরুত্বপূর্ণ রুটে ১৮ টি লোকাল বাতিলের ঘোষণা রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেও ভোগান্তি অব্যাহত থাকবে ট্রেন যাত্রীদের। বছরের শুরুতেই ১৮ টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের (Indian Railways)। আগামী ২ রা জানুয়ারি এবং ৩ রা জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মোট ১৮ টি মেমু লোকাল ট্রেন বাতিল থাকবে।

একগুচ্ছ মেমু লোকাল (Indian Railways) বাতিল নতুন বছরে

দক্ষিণ পূর্ব রেলের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটের মেমু লোকাল বাতিল থাকবে। খড়গপুর-বেলদা, বেলদা-খড়গপুর, খড়গপুর-ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম-খড়গপুর, ঝাড়গ্রাম-পুরুলিয়া, পুরুলিয়া-ঝাড়গ্রাম, বিষ্ণুপুর-ধানবাদ, ধানবাদ-বাঁকুড়া, বাঁকুড়া-ময়নাপুর, ময়নাপুর-বাঁকুড়ার মতো বেশ কিছু রুটের ট্রেন বাতিল হয়েছে।

Indian Railways cancelled several memu local train

কোন কোন ট্রেন বাতিল থাকছে: এছাড়াও চক্রধরপুর-রাউরকেলা, রাউরকেলা-ঝারসুগুড়া, ঝারসুগুড়া-সম্বলপুর এবং সম্বলপুর-ঝারসুগুড়া রুটের ট্রেনও বাতিল থাকছে বলে খবর।

আরও পড়ুন : শেষ মুহূর্তে কমিশনে নালিশ চন্দ্রিমার, কাদের নোটিশ না পাঠানোর দাবি? স্পষ্ট করল তৃণমূলের প্রতিনিধি দল

ভোগান্তিতে নিত্যযাত্রীরা: রেলের (Indian Railways) তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, আগামী বছর ২ রা জানুয়ারি থেকে খড়গপুর-বেলদা, ঝাড়গ্রাম-পুরুলিয়া সহ বেশ কিছু মেমু লোকাল বাতিল থাকবে। আর ৩ রা জানুয়ারি থেকে বাতিল থাকছে ঝারসুগুড়া-সম্বলপুর, সম্বলপুর-ঝারসুগুড়া, রাউরকেলা-ঝারসুগুড়া, চক্রধরপুর-রাউরকেলা মেমু।

আরও পড়ুন : ঘোর বিপর্যয়, একটি-দুটি নয়, একসঙ্গে সমস্ত সিরিয়াল বন্ধ এই চ্যানেলের!

রেল সূত্রে খবর, অপারেশনাল সমস্যার জন্য সমস্যা দেখা দিয়েছে ট্রেন চলাচলে। এর জেরে পড়ুয়া থেকে অফিস যাত্রীরা পড়তে চলেছেন বড়সড় সমস্যায়। এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার ট্রেন চালুর বিবৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক আবার কবে হবে তা এখনও নিশ্চিত নয়।