ট্রেনে সফরকারী মহিলাদের জন্য সুখবর, নিয়মে বড় বদল আনল ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে রেল কিছুদিন ধরে তৎপরতা দেখাচ্ছে। সম্প্রতি মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য রেল বড় পদক্ষেপ গ্রহণ করেছে। রেলের অতিরিক্ত তৎপরতার জন্য এখন থেকে নিরাপদে মহিলা যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। নতুন এই নির্দেশিকা মহিলা যাত্রীদের জন্য সহায়ক হবে। এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।

অতীতে বহুবার ভারতীয় রেলের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় দুষ্কৃতীদের আক্রমণ ও দুষ্কৃতী দ্বারা মহিলা যাত্রীদের উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে। এরপরে জনসাধারণের কাছে মুখ পুড়েছে ভারতীয় রেলের। ভারতীয় রেল আগামী দিনে তাদের এই বদনাম ঘোচাতে তৎপর হয়ে উঠেছে। নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ ঠেকাতে নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল। গতবছর নারীদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনার ডেটাবেস তৈরি করেছে ভারতীয় রেল প্রটেকশন ফোর্স।

রেলওয়ে কর্তৃপক্ষ মহিলা কোচে বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছে। রেলওয়ে নির্দেশ দিয়েছে যাতে মহিলা কামরা গুলিতে বিশেষ পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও রেলওয়ে নতুন নিয়ম অনুযায়ী রেলের কর্মচারী ছাড়া অন্য কেউ ট্রেনে উঠতে পারবেন না। প্রত্যেক রেল কর্মচারীর কাছে পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক। পরিচয় পত্র ব্যতীত কোন কর্মচারী রেলে উঠতে পারবেন না।

third ac rail train

পাশাপাশি ইন্টারনেট পরিষেবার মাধ্যমে দুষ্কৃতিকারীদের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যাতে স্টেশন গুলির উপর নজরদারি করা হয়। এছাড়াও কন্ট্রোল রুমকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রেল ও স্টেশন সংলগ্ন এলাকায় নিয়মিত নজরদারি রাখা হয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর