রিজার্ভেশন চার্টের সময়সীমায় বড় বদল, যাত্রী সুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের

Published on:

Published on:

Indian Railways Announces Special Festive Trains
Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রকাশের নিয়মে আবারও আনা হল বদল। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের রিজার্ভেশন লিস্ট এখন থেকে আরও আগে প্রকাশ করা হত্মবে। রেল বোর্ডের (Indian Railways) প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ভোর পাঁচটা থেকে দুপুর দুটোর মধ্যে যে সমস্ত ট্রেনগুলি ছাড়বে তার সংরক্ষণ তালিকা প্রকাশিত হবে আগের দিন রাত আটটার মধ্যে। আবার বেলা দুটো থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত যেসব ট্রেনগুলি ছাড়বে, সেগুলির সংরক্ষণ তালিকা যাত্রা শুরুর অন্তত ১০ ঘন্টা আগে প্রকাশ করা হবে।

রিজার্ভেশন চার্ট নিয়ে বড় উদ্যোগ রেলের (Indian Railways)

রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিট যদি কনফার্ম না হয়, তবে বিকল্প ব্যবস্থা করার জন্য যথেষ্ট সময় পাবেন যাত্রীরা। দ্বিতীয় বার সংরক্ষণ তালিকা প্রকাশের নিয়মে সংশোধন আনল ভারতীয় রেল বোর্ড। গত জুলাই মাসেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, কোনও দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেন ছাড়ার অন্তত আট ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করতে হবে। সময়ও বেঁধে দেওয়া হয় তার জন্য।

Indian railways changed reservation chart time

কী সিদ্ধান্ত রেলের: ভোর পাঁচটা থেকে বেলা দুটো পর্যন্ত যেসব ট্রেনগুলি ছাড়বে সেগুলির ফার্স্ট চার্ট আগের দিন রাত নটার মধ্যেই প্রকাশ করতে হবে। এবার রেলের তরফে সেই সময়সীমা এগোনো হল আরও এক ঘন্টা। গত জুলাই মাসে রেলের (Indian Railways) তরফে আরও বলা হয়েছিল, বেলা দুটো থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত যে ট্রেনগুলি ছাড়বে অন্তত আট ঘন্টা আগে তাদের ফার্স্ট চার্ট প্রকাশ করতে হবে। এবার সেই সময় এগিয়ে আনা হল আরও দু ঘন্টা।

আরও পড়ুন : এই প্রকল্পে ২৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, কারা পাবেন? রইল খুঁটিনাটি

অভিযোগ আসছিল যাত্রীদের: এর আগে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হত। কিন্তু অনেকেরই অভিযোগ ছিল, শেষ মুহূর্তে চার্ট প্রকাশিত হলে তাতে যদি সিট কনফার্ম না হয় তাহলে খুবই সমস্যায় পড়তে হত তাদের। ফলত বিকল্প ব্যবস্থার জন্য সময় পাওয়া যেত না।

আরও পড়ুন : ভারতীয় রেলের বড় পদক্ষেপ, প্রবীণ নাগরিকদের জন্য ফিরছে বিশেষ সুবিধা

রেলের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নতুন নিয়মের জেরে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করতে হবে না যাত্রীদের। তবে দ্বিতীয় রিজার্ভেশন চার্টের সময়সীমার ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি।