বাংলাহান্ট ডেস্ক : অগাস্ট মাস থেকেই বিভিন্ন ক্ষেত্রে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। ভারতীয় রেলের (Indian Railways) টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আসছে বড়সড় পরিবর্তন। যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি ঠেকাতে বড় বদল করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে একটি বিশেষ নথি। সাধারণ টিকিট, তৎকাল এবং জরুরি কোটার ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম।
অগাস্ট থেকেই বদলে যাচ্ছে ট্রেনে (Indian Railways) টিকিট বুকিংয়ের নিয়ম
এবার থেকে আধারের মাধ্যমে টিকিট বুকিং যাচাই করা বাধ্যতামূলক করা হচ্ছে। আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের (Ticket Booking) ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে টিকিট বুকিংয়ের আগে দিতে হবে আধার নম্বর। সেই নম্বরটি যে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা, তাতে আসবে একটি ওটিপি। সেটি প্রবেশ করানোর পরেই সম্পন্ন হবে বুকিং। নচেৎ নয়।
কীভাবে বুক করতে হবে টিকিট: স্মার্ট রিজার্ভেশন এবং সুরক্ষা নীতি প্রকল্পের আওতায় এই নিয়মটি বাস্তবায়িত করা হয়েছে। চলতি বছরের ১ লা জুলাই থেকে কিছু কিছু বুকিংয়ের জন্য শুরু হয়েছে এই সিস্টেম। ১৫ জুলাই থেকে সমস্ত ধরণের টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে আধার ওটিপি। আর ১ লা অগাস্ট থেকে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে এই সিস্টেম (Indian Railways)। এই পদ্ধতিতে টিকিট বুকিংয়ের জন্য প্রথমে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর প্রোফাইলে গিয়ে আধার নম্বর (Aadhaar Card) দিয়ে সেটি লিঙ্ক করাতে হবে। এরপরেই আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেটি প্রবেশ করানোর পরেই বুক করা যাবে টিকিট। এই পদ্ধতিতে রিয়েল টাইমে প্রতিটি বুকিং ট্র্যাক করতে সক্ষম হবে ভারতীয় রেল (Indian Railways)।
আরও পড়ুন : গায়ের রঙ নিয়ে কটুক্তি, একরত্তি শিশুকে ‘খুদে জঙ্গি’ বলতেই সন্তানের হয়ে সরব দেবলীনা
কেন এই নতুন নিয়ম: উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল ভুল তথ্য দিয়ে জাল অ্যাকাউন্ট বানানোর। পাশাপাশি টিকিটে কালোবাজারির অভিযোগও উঠছিল। সেই কারণেই এবার আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম কার্যকর হলে আগে থেকে বেশি টিকিট বুক করে রাখতে পারবে না কোনও দালাল। ফলত জরুরি এবং তৎকাল কোটায় সহজেই মিলবে টিকিট। পাশাপাশি এই পদ্ধতিতে ভুয়ো তথ্য দিয়ে টিকিট বুক করা রোখা যাবে। যাত্রীদের ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত থাকবে।
আরও পড়ুন : মন্দিরের ভেতরেই এত বড় ‘অনাচার’! পুরীর জগন্নাথ ধামে নিষিদ্ধ কাজ করতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক
এই নতুন পদ্ধতিতে সাধারণ যাত্রীরা যাতে সহজে টিকিট বুক করতে পারেন, তাই তাদের অগ্রাধিকার দেওয়া হবে। টিকিট এজেন্টরা প্রথম দশ মিনিটের জন্য বুক করতে পারবেন না টিকিট। পাশাপাশি জরুরি কোটার ক্ষেত্রে কমপক্ষে ২৪ ঘন্টা আগে আবেদন করতে হবে টিকিটের জন্য।