বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহণের অন্যতম মাধ্যম হল রেল (Indian Railways)। বহু মানুষ সহজে ও কম সময় এক স্থান থেকে কর্মস্থানে যাতায়াতের জন্য ট্রেনের ওপর ভরসা করেন। আর এবার যাত্রীদের কথা মাথায় রেখে নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ভারতের রেলের তরফ থেকে আনা হল আরও একটি পদক্ষেপ। যেখানে ট্রেনের টিকিট বুকিং করা আগের মতন কঠিন কাজ হবে না। অর্থাৎ বুকিং উইন্ডো খোলার কয়েক মিনিটের মধ্যেই আসন পূরণ হয়ে যেতে পারে। তাই ভারতীয় রেল এবং আইআরসিটিসি যৌথভাবে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে টিকিট বুকিং আরও স্পষ্ট ও সহজ করার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে। রেলওয়ের ৮ ঘন্টার নিয়ম ৬ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই নিয়মের ফলে আপনি ঘরে বসেই ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। জেনে নিন কিভাবে করবেন।
এজেন্ট ছাড়াই কনফার্মড টিকিট, রেলের ৮ ঘণ্টার নতুন নিয়ম (Indian Railways)
দীর্ঘদিন ধরে এই টিকিট কাটা নিয়ে মানুষের একাধিক অভিযোগ ছিল। কারণ অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক মিনিটের মধ্যেই টিকিট ‘ফুল’ হয়ে যায়। বিশেষ করে উৎসব, বিবাহ এবং ছুটির মরশুমে এই সমস্যার সম্মুখীন সাধারণ যাত্রীদের বেশি হতে হতো। এরফলে সেই সময় এজেন্টরা সফ্টওয়্যারের মাধ্যমে একসঙ্গে টিকিট বুকিং করার কারণে এটি ঘটছিল। এই উদ্বেগগুলি দূর করার জন্য, রেলওয়ে এই নতুন আধার-ভিত্তিক টিকিট বুকিং ব্যবস্থা করেছে (Indian Railways)।

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর! দেখুন আজকের লেটেস্ট রেট
এই নিয়ম চালু হয়েছে ৫ জানুয়ারি থেকে। এবার থেকে কেবলমাত্র সেই সব ইউজাররাই আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে টিকিট বুক করতে পারবেন যাদের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা রয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টের মধ্যে অর্থাৎ ৮ ঘন্টা জন্য ট্রেনের টিকিট বুকিং করা যাবে এবার থেকে। এই নতুন ব্যবস্থার ফলে সব থেকে বেশি সুবিধা হল এজেন্টরা বুকিংয়ের প্রথম দিনেই টিকিট বুক করতে পারবেন না। এখন থেকে আগে সাধারণ যাত্রীরা সুবিধা নিতে পারবেন।
এখন প্রশ্ন হলো আধার ব্যবহার করে টিকিট বুকিং করবেন জানুন: নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীর আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। এবার যখন আপনি টিকিট বুক করবেন, তখন আপনার রেজিস্ট্রেড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, তারপর ওটিপি যাচাইয়ের পরেই টিকিট কনফার্ম করা হবে।
আধার লিঙ্ক জরুরি কেন?
কোনও যাত্রীর IRCTC অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে তিনি এটি লিঙ্ক করতে পারবেন অথবা একটি নতুন আইডি তৈরি করতে পারবেন। তবে আধার-লিঙ্ক করা অ্যাকাউন্ট ছাড়া যাত্রীরা টিকিট বুকিং উইন্ডো খোলার প্রথম আট ঘন্টার মধ্যে টিকিট বুক করতে পারবেন না। প্রসঙ্গত, এই একই নিয়ম কাউন্টার টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি কোনও রেলওয়ে স্টেশন বা অনুমোদিত কাউন্টার থেকে টিকিট কেনেন, তবে আপনার মোবাইল ফোনে একটি OTP আসবে। অর্থাৎ যাত্রীর মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক।
কীভাবে লিঙ্ক করবেন আধার: প্রথমে আপনার IRCTC ইউজার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। এরপর যাত্রীদের IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তারপর, My Profile সেকশনে যান, Aadhaar KYC অপশনটি নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিট সময় নেয়। তারপর হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিংক আপ (Indian Railways)।












