সুরক্ষা নিয়ে বড় আপডেট, যাত্রীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ পূর্ব রেলের! শুনে খুশি হবেন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চলছে প্রখর গ্রীষ্ম, কিন্তু এই গরমেও রেলের যাত্রীর সংখ্যা কমছে না। পূর্ব রেলে নিত্যদিনের অফিস যাত্রীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েছে। এমন অবস্থায় রেলওয়ে (Indian Railways) সুরক্ষা বাহিনী বা RPF যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি জানা যাচ্ছে।

যে সমস্ত ট্রেনে জেনারেল কোচ রয়েছে সেগুলোর যাত্রা শুরু করার স্টেশনে RPF মোতায়েন করা হচ্ছে। এরফলে যাত্রীরা বেশ সুশৃঙ্খলভাবেই ট্রেনে উঠতে পারবেন। এছাড়া স্টেশনে যাতে শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকে সেদিকেও খেয়াল রাখবেন এরা। রাখা হচ্ছে CCTV এবং জনবহুল এলাকাতে থাকছে রিয়েল-টাইম মনিটরিং।

পুরো বিষয়টিকে এমন ভাবে করা হচ্ছে যাতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হয়ে ওঠে। উল্লেখ্য, পূর্ব রেল ফুট ওভার ব্রিজ গুলোতেও RPF কর্মী মোতায়েন করেছে। আর এর ফলে যাত্রীরা বেশ আরামসে যাতায়াত করতে পারবেন। রেলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। শুধু এই না, যাত্রীসেবার মানও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:সেদিন রাতে শাহরুখের সাথে কি হয়েছিল ওয়াংখেড়েতে? ১২ পর অবশেষে ফাঁস রহস্য

জানিয়ে রাখি, যাত্রীসেবার মানোন্নয়নে বেশ কয়েকটি সহায়তা কেন্দ্র সহ পরিষেবার কাউন্টার ইত্যাদি স্থাপন করা হয়েছে। আর এই সমস্ত সহায়তা কেন্দ্রে যাত্রীরা তাদের সমস্ত জিজ্ঞাসা এবং সহায়তা পেয়ে যাবেন। যার ফলে ভ্রমণের অভিজ্ঞতা আরো সুখকর হয়ে উঠবে।

আরও পড়ুন:কপাল খুলবে হাজার হাজার চাকরিহারার! এবার নয়া তথ্য দিল SSC, খুশির হাওয়া রাজ্যে

উল্লেখ্য, এই চরম গ্রীষ্মেও যাত্রীদের চাপ কমেনি পূর্ব রেলের। তাই সেখানে নতুন করে মোতায়েন করা হয়েছে RPF। যার ফলে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার জায়গা নেই। যাত্রীরাও আরামসে যাত্রা করতে পারেন।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X