দিঘা পর্যন্ত স্পেশ্যাল ট্রেন, বন্দে ভারতে কোচ সংখ্যা বৃদ্ধি, দিওয়ালিতে রেলের ধামাকা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে ছুটির মেজাজে রয়েছেন সকলেই। পুজো পরিক্রমার সঙ্গে সঙ্গে অনেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাই ট্রেনে (Indian Railways) বেশ ভিড় থাকে পর্যটকদের। ভিড়ের চাপ কমাতে এবং যাত্রীদের সুবিধার্থে তাই বেশ কিছু স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল।

দিওয়ালিতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত ভারতীয় রেলের (Indian Railways)

শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে স্পেশ্যাল ট্রেনগুলির তালিকা প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। দিঘার স্পেশ্যাল ট্রেন সহ বাংলার জন্য বেশ কিছু ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবরের স্পেশ্যাল ট্রেনের (Indian Railways) তালিকায় রয়েছে ০৩৪৬৬ দিঘা-মালদা টাউন স্পেশ্যাল, ০৬০৯৬ সাঁতরাগাছি এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশ্যাল, ০৮১০৯ শালিমার-পটনা স্পেশ্যাল, ০৮৬২১ রাঁচি-কামাখ্যা স্পেশ্যাল, ০৮১০৫ রাঁচি-জয়নগর স্পেশ্যাল, ০৮৬২৯ রাঁচি-গোরখপুর স্পেশ্যাল ট্রেন।

Indian railways diwali gift of special trains

স্পেশ্যাল ট্রেনের সময়সূচী: ১৯ অক্টোবর বিকেল সাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে ০৬২৩৪ সাঁতরাগাছি-বেঙ্গালুরু স্পেশ্যাল। এটি ২০ অক্টোবর রাত আড়াইটে নাগাদ পৌঁছাবে বেঙ্গালুরু। যাত্রাপথে বালেশ্বর এবং খড়গপুরে থামবে ট্রেনটি (Indian Railways)।

আরও পড়ুন : মধ্যবিত্তের নাগালে বেসরকারি মানের পরিষেবা, প্রকাশ্যে SSKM-এর নয়া উডবার্ন ভবনের খরচ তালিকা

বন্দে ভারতে বাড়ছে কোচ: শুধু স্পেশ্যাল ট্রেন নয়, উৎসবের মরশুমে বন্দে ভারতেও আসছে বড় বদল। হাওড়া-রাউরকেলা বন্দে ভারত (Indian Railways) এক্সপ্রেসে কোচের সংখ্যা বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরেই যাত্রীদের। এবার সেই দাবি পূরণ হতে চলেছে।

আরও পড়ুন : দেব দিলেন বেনারসী, অপরাজিতা রূপোর তোড়া! নৈহাটির বড়মার পুজোয় তারকাদের ঢল

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২০৮৭১/২০৮৭২ হাওড়া-রাউরকেলা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা বাড়িয়ে ১৬ করা হচ্ছে। আগে ৮ টি কোচ থাকত এই ট্রেনে। ১৯ অক্টোবর থেকেই বেশি কোচ যুক্ত হচ্ছে এই বন্দে ভারতে।